মনোজিত মন্ডল, খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। গত সোমবার সকাল নয়টায় উপজেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা , বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, আওয়ামী লীগের নেতা, অঙ্গ সংগঠনের নেতা সমর্থক, কর্মী ও সুশীল সমাজ সহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ একটি র্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে খোকসা উপজেলা হল রুমে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুষ্পমাল্য অর্পণ করেন। দুপুরে খোকসা জানিপুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জেলা আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদরউদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহ সভাপতি জাহিদ হোসেন জাফর, কুমারখালী উপজেলা চেয?ারম্যান আব্দুল মান্নান খান, কুঠিপাড়া প্রতিবন্ধী দুঃস্থ কল্যান সমিতির সভাপতি নাজিমুজ্জামান নাজিম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খোকসা পৌরসভা মেয়র ও খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক তারিকুল ইসলাম তারিক।
Leave a Reply