কুষ্টিয়া পুলিশ সুপারের সাংবাদিক সম্মেলন
ওলি ইসলাম, ভেড়ামারা প্রতিনিধি ॥ যশোরে গিয়ে কৌশলে পিকআপ ভাড়া করেন দুই ব্যক্তি। এরপর সেই পিকআপ কুষ্টিয়ার ভেড়ামারায় পৌঁছানোর পর দুই ব্যক্তির সঙ্গে যোগ দেন আরও একজন। তিনজন মিলে পিকআপের চালককে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয় পদ্মা নদীতে। পরে পিকআপ চুরি করে পালিয়ে যান খুনিরা। শনিবার বেলা তিনটায় কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম সংবাদ সম্মেলনে এই হত্যাকান্ডের বিষয়ে তথ্য দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) ইয়াসির আরাফাত, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি নাসির উদ্দীন উপস্থিত ছিলেন। হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ভেড়ামারা উপজেলার চরগোলাপনগর এলাকায় পদ্মা নদী থেকে লাশ উদ্ধার করে পুলিশ। লাশের মুখ ও দুই পা বাঁধা ছিল। গলায় গামছা প্যাঁচানো ছিল। পরে শনাক্ত করা হয় লাশটি পিকআপের চালক মিনারুল ইসলামের (৪৩)। তিনি যশোর শহরের ৯ নম্বর ওয়ার্ড নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে। গতকাল শুক্রবার নিহত ব্যক্তির স্ত্রী রাশিদা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। লাশ উদ্ধারের পর মুঠোফোনের সূত্র ধরে হত্যাকারীদের শনাক্তের কাজ শুরু করে পুলিশ। শনিবার ভোরে ভেড়ামারার রামকৃষ্ণপুর এলাকা থেকে তুফান মালিথা (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তুফানের দেওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ সুপার খাইরুল আলম বলেন, বুধবার বেলা ১১টায় ভেড়ামারা থেকে তুফান তাঁর আরেক সঙ্গীকে নিয়ে ট্রেনে যশোরে যান। সেখানে গাড়ির যন্ত্রাংশ মেরামত করা হয় এমন এলাকায় যান তাঁরা। পরে বেশ কয়েকটি দোকান ঘুরে পিকআপের মালিক ও চালক মিনারুলের সঙ্গে পরিচয় হয় তাঁদের। ভেড়ামারায় একটি ট্রাকের বিকল ইঞ্জিন মেরামত করার কথা বলে মিনারুলকে ভেড়ামারায় নিয়ে আসার পরিকল্পনা করেন তাঁরা। পরে মিনারুলের পিকআপ নিয়ে তুফান ও তাঁর সহযোগী ভেড়ামারার উদ্দেশে রওনা দেন। পথে ঝিনাইদহ থেকে তুফান স্কচটেপ ও গামছা কেনেন। পরে রাত ১২টার দিকে ভেড়ামারার হাবাসপুর এলাকায় পৌঁছালে সেখানে আরেক যুবক তুফানের সঙ্গে যোগ দেন। এরপর তিনজন মিলে মিনারুলকে গাড়ি থেকে নামিয়ে মুখ ও পা স্কচটেপ দিয়ে বেঁধে ফেলেন। একপর্যায়ে মিনারুলের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে লাশ এক কিলোমিটার দূরে পদ্মা নদীতে ফেলে দিয়ে পিকআপ নিয়ে পালিয়ে যান তুফান ও তাঁর দুই সহযোগী। হত্যা মামলাটি ঈশ্বরদী নৌ পুলিশ তদন্ত করছে। আসামি তুফানকে নৌ পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, বাকি দুই আসামিকে ধরতে ও পিকআপ উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। চক্রটি এর আগে এমন ঘটনা ঘটিয়েছিল কি না, সেটাও তদন্ত করা হচ্ছে। পূর্বপরিকল্পিতভাবে পিকআপ চুরির উদ্দেশ্যে মিনারুলকে হত্যা করা হয়েছে।
Leave a Reply