1. nannunews7@gmail.com : admin :
January 25, 2025, 3:28 am
শিরোনাম :
বলিউডে আমি ব্ল্যাকলিস্টেড: স্বরা ভাস্কর কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে জননিরাপত্তা নিশ্চিতে সজাগ কুমারখালী থানা পুলিশ আলমডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ ফুল কপি চাষ বাংলাদেশে ২০২৪ সালে জলবায়ু সংকটে ৩ কোটি ৩০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত: ইউনিসেফ গেইলের ছক্কার রেকর্ড নিয়ে আমি ভাবছি না তানজিদ তামিম দেশের সর্বস্তরের জনগণ জামায়াতের নেতৃত্বের দিকে তাকিয়ে আছেন’ ফেসবুকে ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে লড়াই জোরদার করার আহ্বান প্রধান উপদেষ্টার সমুদ্রের গর্ভে বিরল গুপ্তধন! শেষ হবে চীনের দাদাগিরি জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ সাময়িক স্থগিত

সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যা এক মাসেও হত্যার আসল রহস্য উন্মোচিত হয়নি

  • প্রকাশিত সময় Sunday, August 7, 2022
  • 65 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান ওরফে রুবেল হত্যার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল শনিবার শহরের এনএস রোডে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে বিভিন্ন গণমাধ্যমের অর্ধশতাধিক কর্মী এই কর্মসূচি পালন করেন। এ সময় সাংবাদিকেরা বলেন, হাসিবুর নিখোঁজ ও হত্যার এক মাস পার হলেও কী কারণে তাঁকে হত্যা করেছে, কারা হত্যা করেছে, কারা এই হত্যার গডফাদার এসব বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। কিন্তু প্রকৃত আসামিদের গ্রেপ্তার ও রহস্য উন্মোচন করতে পারেনি প্রশাসন। প্রকৃত আসামিদের গ্রেপ্তার ও ঘটনার রহস্য উন্মোচন করতে না পারলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামিউল হাসানের সঞ্চালনায় সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান, যুগ্ম সম্পাদক এম আবু মনি জুবায়েদ, কোষাধ্যক্ষ এম লিটন উজ জামান, কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি সম্পাদক মজিবুল শেখ প্রমুখ। প্রসঙ্গত, ৩ জুলাই রাত নয়টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে পত্রিকা অফিসে ছিলেন হাসিবুর। তখন মুঠোফোনে একটি কল পেয়ে অফিস থেকে বের হয়ে যান। এর পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁর পরিবার। এর চার দিন পর ৭ জুলাই দুপুরে কুমারখালী পৌরসভার তেবাড়িয়া এলাকায় গড়াই নদে হাসিবুরের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৮ জুলাই রাতে হাসিবুর রহমানের চাচা মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা করেন। নিহত হাসিবুর কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ঠিকাদার ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640