বিশেষ প্রতিনিধি ॥ বছরের চার থেকে পাঁচ মাস চলে নদীর বালু বিক্রি করে শুকনো মৌসুমের রমরমা ব্যবসা। যার বাণিজ্য অন্তত দেড় কোটি টাকার। আর, প্রমত্ত পদ্মার মাঝ নদীতে সারাবছর কাটা হয় বুক; তোলা হয় মোটা বালু। মোটা বালুর মোটা টাকার হিসাব কষে দেয়া কঠিন। এসব অবৈধ বাণিজ্যে ব্যবহৃত হয় অস্ত্রের ভয়, এমন প্রচলিত গল্পও হরহামেশাই। মাটি কেটে বিক্রির অভিযোগ আছে হিসনাতেও। এসব খবর কুষ্টিয়ার দৌলতপুরের। যেখানে পুলিশ-প্রশাসনের সাথে অপরাধীরা খেলে চোর-পুলিশ খেলা। নদী নির্যাতনের একাংশে পানিই যেন রক্ষা করে নদী! বাংলা মাসের চৈত্র থেকে শ্রাবণের মধ্যসময় পর্যন্ত শুকনো মৌসুমে পদ্মা শুকিয়ে থাকলে, ছোট্ট প্রস্থে পানি পারাপারের জন্য ফেলা হয় বাঁশের সাঁকো। এসময় সাঁকো পারাপার করে শ্যালো ইঞ্জিন চালিত বিশেষ ধরণের গাড়িতে চালানো হয় বালু বাণিজ্য। সরেজমিন তথ্যে পাওয়া গেছে উপজেলাটির মরিচা ইউনিয়নের বৈরাগীর চর ঘাটের উল্টো দিকে পদ্মাপারে গেল চার মাস কাটা হয়েছে চিকন বালু। এই কাজে নিযুক্ত ব্যাক্তি কুদ্দুস বলেন, তিন মাস বালু তোলা হয়, এখান থেকে নূন্যতম ৫০ গাড়ি বালু বিক্রি হয় দিনে। শুকিয়ে থাকা নদীর জমির মালিকেরা কেউ দাবি তুললে তাদের নানা ভাবে ম্যানেজ করা হয়। ঘাটে স্টেয়ারিং ( শ্যালো চালিত বিশেষ গাড়ি) প্রতি নেয়া হয় ২শ’ টাকা। শ্রাবণে নদীতে পানি আসায় শুকনো মৌসুমের এই ব্যবসায় ক’দিন হলো ভাটা। নিজের স্টেয়ারিং গাড়িতে এসব বালু আরও কয়েকশ’ চালকের মতো ভাড়ায় আনা-নেয়া করেন বৈরাগীর চর পূর্ব পাড়া গ্রামের মজনু। তার মতে, অনেক্ষেত্রে ৩০ হাতেরও বেশি গভীর করে উত্তোলন করা হয় বালু কিন্তু জানেন না জমির মালিক। প্রতিদিন তোলা হয় অন্তত ১শ’ গাড়ি বালু। মন্ডলপাড়া ঘাট সংলগ্ন স্থানসহ বেশ কয়েকটি স্থানে এসব কাজ চলে। ভেড়ামারা সরকারি কলেজ পড়–য়া ফিলিপনগর এলাকার স্থানীয় এক শিক্ষার্থী বলেন, বৈরাগীর চরের উল্টো দিকে এবং বেশ কয়েকটি স্থানে এভাবে অবৈধ ভাবে বালু কেটে বিক্রি করে স্থানীয় সিন্ডিকেট। নদী পাড়ের দোকানী এবং এলাকাবাসী সুত্রে জানা গেছে, গাড়ি প্রতি ঘাটে ২শ’ টাকা দেয়ার পর বালু ডেলিভারির দুরত্ব অনুসারে নির্ধারিত হয় দাম। নদী তীরবর্তী হিন্দু পাড়া, কারিতলা, বৈরাগীর চর পূর্ব পাড়া, মাঝদিয়াড়, ফিলিপনগরের বেশ কয়েকটি স্থানে এসব বালু মজুদ করে ব্যবসা চালানো হয় বছর জুড়ে। দৌলতপুরসহ আশপাশের উপজেলায় সরবারাহ করা হয় ৭শ’ থেকে ১৬শ’ টাকা গাড়ি প্রতি দরে। সুত্র অনুসারে জানা গেছে, শুকনো মৌসুমের রমরমা এই ব্যবসার সেনাপতি সাঈদ নামের এক যুবক। এসব বিষয়ে সংশ্লিষ্টতার কথা উঠলে নদীপাড়ের দুই ইউনিয়ন মরিচা ও ফিলিপনগরের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের বক্তব্য নেয়া হয়। মরিচা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম দাবি করেন, এবিষয়ে তার সংশ্লিষ্টতার অভিযোগ মিথ্যা। তবে, পাশ্ববর্তী রাজশাহী জেলার বাঘা থানা ও কুষ্টিয়ার দৌলতপুর থানার পদ্মা নদীর মিলন অংশে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে বলে জানান তিনি। বালু উত্তোলনের সাথে জড়িত নয় দাবি করে ফিলিপনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু বলেন, ‘যেখানে প্রশাসন পয়সা খাচ্ছে সেখানে আমাদের কিছু করার নেই’। প্রশাসনের সুনির্দিষ্ট ব্যাক্তির কথা জানতে চাইলে এড়িয়ে যান তিনি। অভিযোগকারীদের তথ্য মতে, মাঝ পদ্মায় অবৈধ ভাবে বালু উত্তোলনের অন্যতম দলনেতা উজ্জল সরদার। তবে, এমন অভিযোগ ভিত্তিহীণ, তিনি সরকারি ইজারা নেয়া ঘাট থেকে বালু কিনেন বলে দাবি মরিচার উজ্জল সরদারের। বক্তব্যে তিনি বলেন, পাঁচ-ছয় মাস বালু তুলিনি। তথ্য অনুসারে, পদ্মায় অনিয়মের বালু ব্যবসায় আরেক দলপতি নদী পাড়ের স্থানীয় তরুণ তসিকুল। সাধারণত বালু মজুদ করে মৌসুমব্যাপী রমরমা ব্যবসা চালায় সে। সরঞ্জামসহ অবৈধ বালুব্যবসার দৃশ্য যেন এ অঞ্চলে খুব স্বাভাবিক। এলাকাবাসী জানান, সংশ্লিষ্ট প্রশাসন এসে অভিযান চালালে বালু দস্যুরা পালিয়ে যায়। প্রশাসন চলে গেলে তারা আবার কাজ শুরু করে। সংশ্লিষ্ট এলাকার দায়িত্বশীল পানি উন্নয়ন বোর্ডের কর্মকতা সাইফুল ইসলাম জানান, পদ্মার এসব এলাকায় বালু উত্তোলনের কোন কাজ নেই তাদের। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার জানান, তারা নিয়মিত অভিয়ান পরিচালনা করে আসছেন। জড়িত অপরাধীদের ধরতে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন। এদিকে, পদ্মার দৌলতপুর অংশে সময়-অসমেয়র ভাঙ্গনে উদ্বিগ্ন নদী পাড়ের বাসিন্দারা।
Leave a Reply