ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহ জেলার ৬ উপজেলায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। এ বছর ভালো ফলন হলেও সোনালী আশ ঘরে তোলা নিয়ে চিন্তিত সাধারন কৃষক। বৃষ্টি না হওয়া আর সেচ খালে পানি সরবরাহ না করায় পাট জাগ দেওয়া নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা। এতে বাড়ছে উৎপাদন খরচ। ঝিনাইদহ কৃষি বিভাগ বলছে, জিকে সেচ খালে পানি সরবরাহ যেন দ্রুত দেওয়া হয় সে ব্যাপারে কথা হয়েছে। ঝিনাইদহ জেলার সদর, হরিনাকুন্ডু ও শৈলকুপা উপজেলার মাঠের পর মাঠ। যে দিকে তাকায় সেদিকে শুধু সোনালী আশ আর পাটের সবুজ পাতার সমারোহ। পাটের পরিচর্যা আর মাঠ থেকে পাঠ কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এবছর ফলন ভালো হলেও পাট পচাঁনো নিয়ে কপালে চিন্তার ভাজ এ এলাকার কৃষকদের। একই অবস্থা জেলার অন্যান্য উপজেলাতেও। আষাঢ় শেষে শ্রাবণ মাস শুরু হলেও বৃষ্টির দেখা নেই। প্রখর রোদে শুকিয়ে গেছে খাল, পুকুর, জলাশয়। অন্যান্য বছরের এই সময় জিকে সেচ খালে পানি সরবরাহ করা হলেও এবার এখন পানি দেয়নি কর্তৃপক্ষ। এতে জমিতে উৎপাদিত পাট কেটে তা পঁচানো নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। অনেকেই বাড়তি টাকা খরচ করে পুকুর ভাড়া বা শুষ্ক পুকুরে পানি দিয়ে পাট জাগ দিচ্ছেন। এতে বাড়ছে উৎপাদন খরচ। দ্রুত এ সমস্যা সমাধানে জিকে সেচ খালে পানি সরবরাহ ও পাটের ন্যায্য মুল্য নিশ্চিত করার দাবী তাদের। ঝিনাইদহ উপজেলার হাটগোপালপুর এলাকার কৃষক মশিয়ার রহমান জানান, শ্রাবনের কয়েক দিন পার হয়ে গেলেও বৃষ্টির দেখা নেই। এছাড়া জিকে সেচ খালে পানি সরবরাহ করা হলেও এবার এখন পানি দেয়নি কর্তৃপক্ষ। ফলে পাট পচন নিয়ে চরম বিপদে আছি আমরা। ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী জানান, পাটের পচন প্রক্রিয়ার সমস্যা সমাধানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে একাধিক বার কথা হয়েছে আমার। তারা জানিয়েছে অতিদ্রুত জিকে সেচ খালে পানি সরবরাহ করা হবে। ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, এ বছর জেলার ৬ উপজেলায় ২৩ হাজার ৫’শ ৯০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭’শ ৫০ হেক্টর বেশি।
Leave a Reply