মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ পরিত্যাক্ত অবস্থায় ৩ রাউ- গুলিসহ ১টি চায়না পিস্তল উদ্ধার করেছে। বুধবার সকালে মিরপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড (কুষ্টিয়া-মেহেরপুর) সড়ক সংলগ্ন জনৈক ইয়াকুব আলীর নির্মাণাধীন বাড়ীর সম্মুখে মিস্ত্রিরা ঝোড় পরিষ্কার করতে গেলে ঝোড়ের মধ্যে অস্ত্র সাদৃশ্য ১টি রহস্যময় কালো ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয় থানায় খবর দেয়। সংবাদ পেয়ে এস আই শামীম সরদারের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে ব্যাগটি খোলার পর ১টি চায়না পিস্তল ও ৩ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়। মিরপুর সার্কেলের সিনিয়র পুলিশ সুপার আজমল হোসেন জানান, নির্মাণাধীন বাড়ীর সামনে সকালে মিস্ত্রিরা কাজের সূবিধার জন্য ঝোড় পরিস্কার করতে গেলে একটি ব্যাগের ভিতরে অস্ত্র সাদৃশ্য কিছু দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে অস্ত্র ও গুলি উদ্ধার করে।
Leave a Reply