আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া মুজিববর্ষের উপহার হিসাবে জমিসহ একটি করে দুই কক্ষ বিশিষ্ট ঘর পেলেন ১শ’ ৫টি পরিবার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী দেশব্যাপী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে (২য় ধাপে) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। পরে জেলার মিরপুর উপজেলার ১শ’ ৫জন উপকার ভোগীদের এসব ঘরের চাবি, জমির কাগজ বুঝিয়ে দেন। এ উপলক্ষে সকালে মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাসরিন বানু। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুজ্জামান বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, উপজেলা কৃষি অফিসার রমেশ চন্দ্র ঘোষ, উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখ প্রমুখ। পরে অতিথিরা জমিসহ মিরপুর উপজেলার ১শ’ ৫টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২শতাংশ করে জমির কাগজ এবং ঘরের চাবি হস্তান্তর করেন।
Leave a Reply