মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সফল সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতাল ঢাকাতে চিকিৎসাধীন আছেন। তার রোগ মুক্তি কামনায় মিরপুর উপজেলাধীন বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নওদা বহলবাড়ীয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহাজামাল মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মাহাবুব আলম হারছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, উপজেলা বিএনপি’র শিশু বিষয়ক সম্পাদক আনিচুজ্জামান নয়ন, ইউনিয়ন বিএনপি নেতা ডা. মিলন, উজির মুন্সি, ইসলাম আলী, ডা. শফিকুল ইসলাম শফি ও ডা. বাবুল। এসময় অন্যান্য’র মধ্যে বিএনপি নেতা সবুজ আলী, শুকুর আলী, সোহাগ আলী, ইউনিয়ন যুবনেতা মাসুদ রানা, রিয়াজ উদ্দিন, ডা. সুমন, বাবু মিয়া, বিশু, কাদের, শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাওলানা আজম আলী।
Leave a Reply