তুরস্ককে ঠেকাতে ইসরাইলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম ও ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন সমরাস্ত্র কিনছে গ্রিস।
তুরস্কের সীমান্তে এসব আয়রন ডোম মোতায়েন করতে চায় গ্রিস। দেশটির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে। খবর ইয়েনি সাফাকের।
এ ব্যাপারে ইসরাইলের অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম লিমিটেডের সঙ্গে দ্রুত চুক্তি করতে যাচ্ছে গ্রিস।
এর মধ্যে ৩৭০ মিলিয়ন ইউরো দিয়ে ২৭টি আয়রন ডোম ২০২৩ সালের প্রথম দিকেই কিনবে গ্রিস।
এগুলো গ্রিসের উত্তর-পূর্বাঞ্চলীয় এভরোস অঞ্চলে তুরস্ক সীমান্তে এবং এজিয়ান দ্বীপে মোতায়েন করা হবে।
এ ছাড়া তুর্কি হামলা থেকে বাঁচতে যুক্তরাষ্ট্র থেকে এএইচ-৬৪ হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্রসমৃদ্ধ মার্ক ভি পেট্রল বোট কেনার চেষ্টা করছে গ্রিস।
ইসরাইলি প্রতিষ্ঠানটির সঙ্গে অত্যাধুনিক ড্রোন, ফরাসি রাফায়েল যুদ্ধবিমান ও মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান কেনারও চুক্তি হয়েছে।
সম্প্রতি ২০টি এফ-৩৫ স্টিল্থ যুদ্ধবিমান কিনার ব্যাপারেও যুক্তরাষ্ট্রকে চিঠি পাঠিয়েছে গ্রিস।
Leave a Reply