কার্বন নিঃসরণ কমাতে অবাস্তব নীতি বিশ্বজুড়ে মূল্যস্ফীতিকে নজিরবিহীন পর্যায়ে নিয়ে যাবে বলে মনে করেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বলেন, জ্বালানির বৈশ্বিক চাহিদা পূরণ করতে হলে পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি প্রযুক্তির পাশপাশি জীবাশ্ম জ্বালানি ক্ষেত্রেও বিনিয়োগ আরো বাড়াতে হবে।
বিশ্বের শীর্ষ জ্বালানি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। দেশটির অর্থনীতি পুরোপুরি তেল নির্ভর।
ইউক্রেনে আগ্রাসণের জেরে রাশিয়াকে শাস্তি দিতে পশ্চিমা বিশ্ব দেশটির জ্বালানির উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে পুরো বিশ্বে। কারণ, রাশিয়া বিশ্বের দ্বিতীয় শীর্ষ জ্বালানি তেল রপ্তানিকারক দেশ।
বিশ্ব বাজারে রাশিয়ার তেলের যোগান বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি তেলের দাম যেন ‘পাগলা ঘোড়া’ হয়ে উঠেছে। এ অবস্থায় তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিম দেশগুলো সৌদি আরবসহ ওপেকভুক্ত দেশগুলোর প্রতি তেলের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি করার অনুরোধ জানিয়েছে। এই লক্ষ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মত সৌদি আরব সফরে গেছেন জো বাইডেন।
সৌদি আরব বর্তমানে একদিনে এক কোটি ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন করে। ২০২৭ সালের মধ্যে ওই উৎপাদন বাড়িয়ে দিনে এক কোটি ৩০ ব্যারেল করার ঘোষণা দিয়েছেন যুবরাজ মোহাম্মদ।
বলেছেন, ‘‘তারপর উৎপাদন আরো বাড়ানোর মত সক্ষমতা সৌদি আরবের থাকবে না।”
জেদ্দায় যুক্তরাষ্ট্র-আরব বিশ্ব সম্মেলনে শনিবার যুবরাজ মোহাম্মদ এ কথা বলেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। সে সময় প্রেসিডেন্ট বাইডেন সেখানে উপস্থিতি ছিলেন।
তেলের দামের ঊর্ধ্বগতির কারণে পুরো বিশ্বে নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। দেখা দিয়েছে চরম মূল্যস্ফীতি। যুক্তরাষ্ট্রকে গত চার দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি মোকাবেলা করতে হচ্ছে।
এ অস্থার কারণ ব্যাখ্যায় যুবরাজ মোহাম্মদ বলেন, ‘‘কার্বন নিঃসরণ কমাতে জ্বালানির প্রধান উৎস কে বাদ দেয়ার অবাস্তব নীতি গ্রহণের ফলে আগামী বছরগুলোতে নজিরবিহীন মূল্যস্ফীতি, জ্বালানির দাম বৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব এবং গুরুতর সামাজিক ও নিরাপত্তা পরিস্থিতি আরো খারাপের দিকে ধাবিত হবে।”
কোভিড-১৯ মহামারী পরবর্তী অবস্থা এবং বর্তমান ‘ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে’ বৈশ্বিক অর্থনীতিকে সমর্থন করার জন্য আরো যৌথ প্রচেষ্টার প্রয়োজন বলেও মনে করেন তিনি। বলেন, ‘‘জ্বালানির একটি টেকসই উৎসের দিকে রূপান্তরের জন্য একটি বাস্তববাদী এবং দায়িত্বশীল উদ্যোগ প্রয়োজন।”
পারস্য উপসাগরীয় ছয় দেশ ছাড়াও মিশর, জর্ডান এবং ইরাকের নেতারা ওই সম্মেলনে অংশ নেন।
Leave a Reply