ঝিনাইদহ প্রতিনিধি ॥ প্রকল্পের মেয়াদ শেষ। তবুও কাঙ্খিত ফল পাচ্ছে না ঝিনাইদহের ৬৭ টি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তারা। কোটি কোটি টাকা খরচ করে ইউনিয়ন পর্যায়ে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে দেওয়া সরকারের ইন্টারনেট সেবা তেমন কাজে আসেনি। উপরন্তু ভোগান্তীতে রয়েছে উদ্যোক্তারা। সেই সাথে সেবা নিতে আসা মানুষদেরও পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। দ্রুত গতির ইন্টারনেট সার্ভিস দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে নামমাত্র। দ্রুত গতি না পেয়ে সেবা দিতে বাড়তি টাকা খরচ করে বেসরকারি ভাবে ইন্টারনেট নিয়ে সেবা দিচ্ছে উদ্যোক্তারা। জানা যায়, গ্রামীণ জনপদে দ্রুতগতির ইন্টারনেট সেবা সরবরাহের লক্ষ্যে ২০১৭ সালে ঝিনাইদহের ৬৭ টি ইউনিয়ন পরিষদ অপটিক্যাল ফাইবারের মাধ্যমে নেটওয়ার্কের আওতায় আনা হয়। ইউনিয়ন গুলোর মধ্যে সদর উপজেলার ১৭ টিতে বিটিসিএল ও বাকি ৫ উপজেলার ৫০ টি পরিষদে ইনফো-সরকার ৩য় পর্যায় প্রকল্প পয়েন্ট অফ প্রেজেন্স (পিওপি) প্রতিষ্ঠা করে। এই প্রকল্প বাস্তবায়ন করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের নেটওয়ার্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রকল্প হাতে নেওয়া হলেও তা তেমন কোন কাজে আসেনি। ডিজিটাল সেন্টার থেকে দেওয়া বিভিন্ন সেবা দেওয়ার সময় কম গতির কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে উদ্যোক্তাদের। যে কারণে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে সেবা নিতে হচ্ছে গ্রামের মানুষদের। উপায় না পেয়ে বাড়তি টাকা খরচ করে বেসরকারি ভাবে ইন্টারনেট সার্ভিস ও মোবাইল ডাটা ব্যবহার করছেন তারা। সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শাহীনুর রহমান বলেন, নেটের বর্তমান অবস্থা খুব খারাপ। বর্তমান অবস্থা না, অনেকদিন যাবত একই ভাবে চলছে। মাঝে মাঝে নেট থাকে না। আর এখন যে গতি পাচ্ছি তাতে কাজ করা যায় না। যে কারণে কোন কাজ সঠিক ভাবে করতে পারি না। দেখা যাচ্ছে একটা ডকুমেন্ট আপলোড দিছি নেটের কারণে ঘুরতেই থাকে। অনেক সময় লাগে। খুবই স্লো নেটের গতি। ইউনিয়নের সচিব প্রতাপ আদিত্য বিশ^াস বলেন, গ্রামীণ জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে এবং সরকারের সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেট দেওয়া হয়। কিন্তু এর গতি এত কম যে একটি পিসি চালানোও যায় না। এত কম গতি দিয়ে কোন সেবা দেওয়া সম্ভব হয় না। তাই উদ্যোক্তারা মোবাইল ডাটা কিনে সেবা দেন। উদ্যোক্তাদের বাড়তি টাকা খরচ করতে হয়। সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নে সেবা নিতে আসা মিল্টন হোসেন নামে এক ব্যক্তি বলেন, আমাদের সকল কাজই ইউনিয়ন থেকে করা হয়। কিন্তু নেটের গতির কারণে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। সরকার কোটি কোটি টাকা খরচ করে ইন্টারনেট দিলো কিন্তু যে মহৎ উদ্দেশ্যে দিয়েছে তা বাস্তবায়িত হচ্ছে না। তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলব নেটের গতি বৃদ্ধি করা হলে সেবার মান আরও বৃদ্ধি পাবে। পদ্মাকর ইউনিয়নের চেয়ারম্যান বিকাশ কুমার বিশ^াস বলেন, বর্তমানে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ২ এমবিপিএস গতি দেওয়া আছে কিন্তু তা ঠিক মত পাওয়া যায় না। তাই বলব ২ এমবিপিএস থেকে বাড়িয়ে ৬ এমবিপিএস দিলে সেবা ভালো ভাবে দেওয়া সম্ভব হবে। এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রথীন্দ্রনাথ রায় বলেন, বিষয়টি নিয়ে আমরা জেলা আইসিটি কমিটিতে আলোচনা করেছি এবং উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমাদের আরও একটি প্রতিবেদন প্রণনয়নের কাজ চলমান রয়েছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ইন্টারনেটের গতিবৃদ্ধির জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর লিখেছি। আমরা আশা করি খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে।
Leave a Reply