ওলি ইসলাম, ভেড়ামারা প্রতিনিধি ॥ ভেড়ামারা প্রেসক্লাবের নতুন কমিটিতে সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ডা. মো. আমিরুল ইসলাম মান্নানকে সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার ভেড়ামারা উপজেলা প্রতিনিধি বাবলু মোস্তাফিজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি গঠন উপলক্ষে রোববার বিকেলে প্রেসক্লাব সংলগ্ন ডাকবাংলো হলরুমে সভা হয়। সেখানে ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে ও সবার সম্মতিতে তিন বছর মেয়াদি কমিটি গঠন ও ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি ফয়জুল ইসলাম মিলন, হেলাল মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল ইসলাম ওলি, সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, ওমর ফারুক, মাসুদ রানা মাসুদ, কোষাধ্যক্ষ ইয়ামিন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার হোসেন মারুফসহ ১৮ জন বিভিন্ন সম্পাদক পদে ও ১২ জন নির্বাহী সদস্য নির্বাচিত হন।
Leave a Reply