1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 3:29 pm

দেড় বছরেও সংষ্কার হয়নি বাঘা যতীনের ভাষ্কর্য

  • প্রকাশিত সময় Wednesday, June 29, 2022
  • 105 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া মহাবিদ্যালয়ে স্থাপিত বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য  ভাঙচুরের দেড় বছর পেরিয়ে গেলেও সংষ্কার হয়নি। এখনও অক্ষত অবস্থায় ভাস্কর্যের নাক ও মুখের কিছু অংশ ভেঙ্গে ফেলা অবস্থায় দাঁড়িয়ে আছে ভাস্কর্যটি। ১১ ডিসেম্বর ২০১৫ সালে কয়া মহা বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির  আয়োজনে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা)  আসনের সাংসদ আব্দুর রউফ ভাষ্কর্যের ফলক উন্মোচন করেন। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন একজন ব্রিটিশবিরোধী বিপ্লবী বাঙালি নেতা। তিনি বাঘা যতীন নামেই সুপরিচিত। ভারতে ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বাঘা যতীন ছিলেন বাংলার প্রধান বিপ্লবী সংগঠন যুগান্তর দলের প্রধান নেতা। প্রথম বিশ্বযুদ্ধের ঠিক আগে কলকাতায় জার্মান যুবরাজের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে তিনি জার্মানি থেকে অস্ত্র ও রসদের প্রতিশ্রুতি অর্জন করেছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী সংগঠন ‘যুগান্তর দলে’র নেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জন্ম ১৮৭৯ সালে কুষ্টিয়া জেলার কুমারখালীতে। খালি হাতে বাঘ মারার কারণে তিনি ‘বাঘা যতীন’ নাম পান। ১৯১৫ সালের ৯ সেপ্টেম্বর ব্রিটিশ পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হন যতীন। সে সময় তার বয়স ছিল মাত্র ৩৬ বছর। ১৭ ডিসেম্বর ২০২০ সালের দিবাগত রাতের কোনো এক সময় এটিতে ভাঙচুর  চালানোর ঘটনায় অভিযুক্ত আসামিরা হলেন- কয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি কয়া ফুলতলা গ্রামের মহিরুদ্দিন সেখের ছেলে আনিসুর রহমান আনিছ (৩৫), নাসির উদ্দিনের ছেলে সবুজ হোসেন (২০) ও বুদ্দিন মণ্ডলের ছেলে হৃদয় হোসেন (২০)। সুশীল সমাজের কয়েকজন ব্যাক্তির সাথে কথা বললে তারা জানান, বাঘা যতীনের ভাষ্কর্য ও বঙ্গবন্ধু র ভাষ্কর্য ভাঙ্গা হয়েছিল কিন্তু বাঘা যতীনের ভাষ্কর্য এখনো সংষ্কার হয় নি। এটি দ্রত সময়ের মধ্যে সংষ্কারের দাবি জানাচ্ছি। এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার বিতান কুমার মন্ডল এর সাথে +৮৮০ ১৭৩০-৪৭৩৬৩০ একাধিক বার ফোন দিয়েও প্রতিবেদককে সাড়া দেননি তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640