1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 3:38 pm

কুমারখালীতে মাদকবিরোধী সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা

  • প্রকাশিত সময় Monday, June 27, 2022
  • 82 বার পড়া হয়েছে

কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে আবুল হোসেন তরুন অডিটোরিয়াম মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মো. সামছুজ্জামান অরুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আকুল উদ্দিন, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আকিবুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মেরিনা পারভীন মিনা। উপজেলা সমাজসেবা কর্মকর্তার সঞ্চালনায় এ কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনছুর মজনু ও গণমাধ্যম কেএম আর শাহীন বক্তব্য রাখেন। পরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য অংশগ্রহণ কারীদের সুপারিশ গ্রহণ করা হয়। কর্মশালায় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা শিক্ষক ও সাংবাদিক সহ নানা শ্রেণী-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640