ইবি কর্মকর্তা কুষ্টিয়া পরিষদের প্রধান উপদেষ্টা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারঃ) এইচ এম আলী হাসান এর বিরুদ্ধে গতকাল ২৭ জুন কুষ্টিয়ার একটি স্থানীয় পত্রিকায় মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন যে সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ইবি কর্মকর্তা কুষ্টিয়া পরিষদের পক্ষ থেকে পরিষদের সভাপতি মোঃ গোলাম আযম বিশ্বাস পলাশ, কার্যকরী সভাপতি আব্দুল মঈদ বাবুল, সাধারণ সম্পাদক মোঃ রাশিদুজ্জামান খান টুটুল, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পারভেজ ও সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শিমুল। প্রতিবাদ বার্তায় নেতৃবৃন্দ বলেন, আমাদের প্রধান উপদেষ্টা এইচ এম আলী হাসান ইবি কর্মকর্তা সমিতির একাধিকবার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পরিকল্পানা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারঃ) হিসেবে দায়িত্ব পালনের পূর্বেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি অত্যন্ত দক্ষতা ও সততার সাথে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগসহ মেগা প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে কাজ করে চলেছেন। তাঁর এই সফলতায় একটি মহল ঈশ্বান্বিত হয়ে তাঁর সুনাম ক্ষুন্ন করার জন্য সম্মানিত সাংবাদিক ভাইদেরকে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। আমরা ইবি কর্মকর্তা কুষ্টিয়া পরিষদের পক্ষ থেকে প্রকাশিত এ সংবাদের প্রতিবাদ জানাই। সেই সাথে ষড়যন্ত্রকারী মহলকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানাই। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply