মনোজিত মন্ডল, খোকসা প্রতিনিধি ॥ স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে খোকসা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে এক আনন্দ র্যালী ও দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। শনিবার (২৫ জুন) দুপুর ১২ টার দিকে পৌরশহরের সড়ক বাজারস্থ দলীয় কার্যালয় মুক্তিযোদ্ধা সংসদ থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সামনে ফিরে আসে। র্যালীতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও মহিলালীগ সহ সকল অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। র্যালী শেষে নেতাকর্মীরা রং খেলায় মেতে ওঠে। একে অপরকে রং মাখিয়ে নেচে-গেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে আর মাঠে ঢোলের তালে তালে গ্রামের ঐতিহ্যবাহী লাঠি খেলা মাতিয়ে রাখে। অপরদিকে পাইলট হাই স্কুল মাঠ প্রাঙ্গনে ঢাকা থেকে আগত নামিদামি শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন হয়েছে। পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭৮ কুষ্টিয়া (খোকসা -কুমারখালীর) ৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক সদস্য মোজাহেদুল ইসলাম বাবলু, খোকসা থানা (তদন্ত ওসি) মামুনুর রশিদ, জয়ন্তীহাজরা ইউপি চেয়ারম্যান মহঃ আব্দুস শকীব খান টিপু, খোকসা ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক, আমবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আকমল মন্ডল, জানিপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান মজিদ, সিরাজুল ইসলাম মুকুল প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply