ওলি ইসলাম, ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে গতকাল শুক্রবার ভোর রাতে ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। জানা গেছে, শুক্রবার ভোরে গোপন সূত্রে সংবাদ পেয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ ওসি মজিবুর রহমান এর নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার এস আই জাভেদ পারভেজ সঙ্গীয় অফিসার ফোর্স সহ ভেড়ামারা থানাধীন জুনিয়াদহ এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার ও ঘটনার সাথে জড়িত কুষ্টিয়ার নবাব আলী, পিতা-সদর উদ্দিন, গ্রাম পশ্চিম মজমপুর কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। মামলা নং-৩২, তারিখ ২৪/৬/২২ ইং।
Leave a Reply