ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আই আই ই আর)-এর নিজস্ব ভবন উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। গতকাল দুপুর ১২টার দিকে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সামনে এগিয়ে যাওয়ার এই ধারাবাহিকতায যেন অব্যাহত থাকে। তিনি আইআইইআর-কে কর্মক্ষেত্রের সাথে সম্পর্কিত আরও কোর্স চালু করার পরামর্শ দেন। নিজস্ব অর্থায়নে নিজস্ব ভবন নির্মাণের জন্য উপাচার্য ইনস্টিটিউটটিকে ধন্যবাদ জানান। উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, গবেষণার পরিবেশ সৃষ্টির মাধ্যমে আইআইইআর ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিচিতিকে আগামী দিনে তুলে ধরতে সক্ষম হবে। অনুষ্ঠানে অপর বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আই আই ই আর)-এর পরিচালক অধ্যাপক ড. মোহাঃ মেহের আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ রবিউল হোসেন।
Leave a Reply