কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর বাসাবাড়ীর থেকে এক গৃহপরিচালিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া শহরের আড়–য়াপাড়ার (রাজু’র কবরের পিছনে) আব্দুল জব্বার সড়কে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুন্সি শহিদ উদ্দিন মোঃ তারেক এর বাসাবাড়ি থেকে গৃহপরিচারিকার (কাজের মেয়ে) রুবিয়া (১৫) মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। মৃত রুবিয়া রাজবাড়ী জেলার পাংশা থানার ভাতশালা গ্রামের মোঃ নবী’র মেয়ে। সে প্রায় মাস দুই আগে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুন্সি শহিদ উদ্দিন মোঃ তারেক বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করতে আসেন। ঘটনার বিষয়ে ইবির প্রধান প্রকৌশলী মুন্সি শহিদ উদ্দিন মোঃ তারেক এর সাথে কথা হলে তিনি বলেন, ঘটনার সময় আমি কর্মস্থলে ছিলাম। ফোনে বিষয়টি জানতে পারি। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছাব্বিরুল আলম জানান, শহরের আব্দুল জব্বার সড়কের একটি বাসাবাড়ি থেকে গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে এবং এ বিষয় কোন অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply