কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ট্রেনে কাটা এক নারীর দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার নন্দনালপুর ইউনিয়নের মনোহরপুর কালুমোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই নারীর নাম নয়ন তারা (৫০)। তিনি নন্দনালপুর মনোহরপুর গ্রামের স্কুলপাড়ার কৃষক মতিন শেখের স্ত্রী। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে ছেলে লালন ও তাঁর স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ চলছিল নয়ন তারার। অভিমানে বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে বের হন। বেলা পৌনে একটার দিকে কালুমোড় এলাকায় ট্রেনে আসতে দেখে রেললাইনের ওপর শুয়ে পড়েন। এতে তাঁর শরীর দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে বেলা আড়াইটার দিকে লাশটি উদ্ধার করে পোড়াদহ রেলওয়ে পুলিশ। নিহত নয়ন তারার ভাই আবদুর রাজ্জাক বলেন, ছেলে আর বউয়ের সঙ্গে কয়েক দিন ঝগড়া চলছিল। এ নিয়েই হয়তো অভিমানে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। মায়ের মৃত্যুতে অসুস্থ হয়ে পড়েছেন ছেলে লালন। তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে চাননি। পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজের আলী বলেন, খবর পেয়ে ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply