ওলি ইসলাম, ভেড়ামারা প্রতিনিধি ॥ অভাবের সংসারে মাত্র ১২ বছর বয়সে নির্মান শ্রমিক হিসেবে কাজ শুরু করে তানজিল। এখন বয়স ১৭’র কাছাকাছি। শখ হয় তার একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ক্রয়ের। প্রতিদিনের কাজ করে ও কিছু লোন উঠিয়ে শখ পূরণ করে তার। ক্রয় করে একটি টেকনো এন্ড্রয়েড মোবাইল সেট। মাত্র ৩ দিনের মাথায় হারিয়ে যায় তার নতুন মোবাইল সেটটি। ঘটনার পর সেটটি ফিরে পেতে শরণাপন্ন হয় সে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি)মজিবুর রহমানের নিকট। অত্যাধুনিক ও ডিপ্লোম্যাটিক প্রযুক্তির সহায়তায় হারানো মোবাইল সেটটি উদ্ধার করে গতকাল বৃহস্পতিবার রাতে প্রকৃত মালিক তানজিল হোসেনের নিকট ফিরিয়ে দেন ওসি মজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা থানার এস আই বিশ্বজিৎ রয়।
Leave a Reply