ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়া ভেড়ামারায় অভিযানে মাদক সেবনের অভিযোগ ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদাণ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় ক্ষেমিরদেয়াড় ও সাতবাড়িয়ায় পৃথক দুটি অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার। আদালত সূত্রে জানা গেছে, মদাকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাতবাড়িয়ায় ১৭০ পিচ টাপেন্টাডল সংরক্ষণ ও সেবনের অপরাধে তিন জন আটক হয়। ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮’ এ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রতন (২৮) ও শাহীন শেখকে (৩০) ছয় মাস ও মো. রাশিদুল ইসলামকে (৪৫) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমিরদেয়াড় গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সেবনের অপরাধে রবিন (১৯), নাঈম (২১), পারভেজ (১৯) ও আশিককে (১৯) আটক করেন। পরে তাদের প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
Leave a Reply