মেহেরপুর প্রতিনিধি ॥ একদিকে অবৈধ স্থাপনা বলে বুলডোজার দিয়ে দোকান ভাংচুর করে চলছে জেলা প্রশাসনের কর্তব্যাক্তিরা. অন্যদিকে বৈধ দোকান উচ্ছেদেও প্রতিবাদে বিক্ষোভ দোকান মালিকদের। দোকান মালিকদের দাবি আজ থেকে ১২ বছর আগে জেলা প্রশাসকের সাথে বন্দোবস্ত করে এ দোকান চালিয়ে আসছে তারা। দিয়েছেন নিয়মিত ভাড়া। অথচ আজ তাদের অবৈধ বলে উচ্ছেদ অভিযান চালাচ্ছে প্রশাসন। সকাল ১০ টা থেকে মেহেরপুর শহরের কোর্টমোড়ের অবৈধ দোকান উচ্ছেদের অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। এর প্রতিবাদে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেছে। তাতেও মেলেনি কোন সমাধান। অনড় অবস্থানে থাকা প্রশাসন পুলিশের সহায়তায় দোকানঘুলো ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে। সকাল ১১ টার দিক থেকে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু সাইদের নেতৃত্বে প্রশাসনের একটি টিম কোর্ট মসজিদের সামনের দোকানপাট ভাঙ্গা শুরু করেন। এসময় দোকান মালিক ও তাদের পরিবারের লোকজন অনুরোধ করে সময় প্রার্থনা করেন। কিন্তু জেলা প্রশাসকের নির্দেশের কথা বলে ভাঙ্গা শুরু করেন প্রশাসন। এমনকি তাদেও কিউিরিটির টাকাও ফেরত দিচ্ছেনা প্রশাস বলে অভিযোগ করেছে জেলা দোকানমালিকরা। এ ব্যাপারে দায়িত্বরত সহকারি কমিশনার আবু সাঈদের কাছে জানতে চাইলে তিনি বলেন, উপরের নির্দেশে এ অভিযান চালানো হচ্ছে। এ বিষয়ে তিনি কোন মন্তব্য করবেননা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা জানান, তাদের কাজ প্রশাসনকে সহায়তা করা। সেই কাজটিই পুলিশ করছে। ব্যবসায়ীরা বলছেন, কোন রকম নোটিশ ছাড়াই তাদের দোকান উচ্ছেদ চলছে। অনেকেই তাদের মালামাল সরিয়ে নিতেও পারেননি। বার বার অনুরোধ করেও কোন সমাধান মেলেনি। অথচ তারা নিয়মিতই জেলা প্রশাসনকে ভাড়া দিয়ে আসছে। এখন এ দোকান ভেঙ্গে দিলে তারা কোথায় গিয়ে দাড়াবেন। ব্যবসা না করতে পারলেতো আর সংসার চালানো সম্ভব হবেনা। পুনর্বাসন না করে এমন উচ্ছেদের তীব্র প্রতিবাদ জানান তারা। এ ব্যাপারে জেলা প্রশাসক ডঃ মুনসুর আলম খান ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি হননি।
Leave a Reply