ওলি ইসলাম, ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়া ভেড়ামারায় মঙ্গলবার ৭ জুন বিকেলে ডাকবাংলো চত্বরে ঐতিহাসিক ৬ দফা দিবস পালন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ভেড়ামারা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি সুস্ময় কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া, যুগ্ম-সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ, সাবেক উপজেলা ছাত্রলীগের আহবায়ক আলী হাসান সনি, সাবেক আহবায়ক আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের সহ – সভাপতি জিল্লুর রহমান ও সোহানুর রহমান সোহান প্রমূখ। ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরাফাত রহমান বাঁধন’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সভাপতি রকি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হীল শাফি রুদ্র সহ অন্যন্যরা। এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ ও কর্মীরা।
Leave a Reply