কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুরে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতে পরিচালিত হয়েছে। এসময়ে ছয় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে ৯৪ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রবিবার দিনব্যাপী মিরপুর, পোড়াদহ ও হালসা বাজারে পৃথক পৃথক এ অভিযান পরিচালনা করেন মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হারুন অর রশিদ। এসময়ে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী উপজেলার মিরপুর হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৪ হাজার টাকা, মিরপুর বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, পোড়াদহের নিউ রুমী ক্লিনিক কে ২০ হাজার টাকা, শেফা ক্লিনিক কে ২০ হাজার টাকা, নাহার ক্লিনিক কে ৪ হাজার টাকা এবং হালসা ক্লিনিক কে ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হারুন- অর- রশিদ। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জুবাইয়া ফারজানা জেরিন, ডা. যুবায়ের ইবনে রাকিব, ডা. রাজিয়া সুলতানা সহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সেই সাথে জেলা ব্যাপি এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হারুণ-অর-রশিদ।
Leave a Reply