কুষ্টিয়া ইবি থানা পরিদর্শনে পুলিশ সুপার মোঃ খাইরুল আলম
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী ও আইজিপির নির্দেশ অনুযায়ী থানায় যাতে সাধারণ মানুষ যে কোন সেবা পায় এবং কোন প্রকার হয়রানি ছাড়াই অভিযোগ উপস্থাপন করে সঠিক আইনী সেবা পায় সে ব্যাপারে পুলিশকে সর্বচ্চ সচেষ্ট থাকতে হবে। তিনি বলেন, কুষ্টিয়ার প্রতিটি থানাকে মানুষের সেবা প্রদানের জায়গা হিসেবে নিশ্চিত করতে হবে। গতকাল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পরিদর্শনকালে এসব কথা বলেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানা বার্ষিক পরিদর্শন করেন। পুলিশ সুপারের পরিদর্শনের শুরুতেই সালামী গ্রহন শেষে প্যারেড পরিদর্শন করেন। অতঃপর থানার গুরুত্¦পুর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজত খানাসহ সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন। দাপ্তরিক কর্মবন্টন সুষম, সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ, বিভাগীয় লক্ষ্য অর্জনে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়া থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবাপ্রার্থীদের গুনগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। মাননীয় আইজিপি মহোদয়ের নিদের্শনায় গঠিত বিট পুলিশিং এর মাধ্যমে জনগনের দোরগোড়ায় পুলিশী সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার ৮ টি বিটে নিয়োজিত বিট অফিসারদের নিয়ে মতবিনিময় করেন এবং বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। বিট পুলিশিং কার্যক্রমের উদ্দেশ্যে এবং এর কার্যপরিধির বাস্তবায়ন সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন, নৈতিকতা বিবর্জিত কাজ বর্জন, জনসাধারণের সাথে উত্তম ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে থানায় কর্মরত অফিসার ফোর্সের সমস্যার বিষয়গুলি গভীর মনোযোগের সহিত শ্রবণ, অনুপ্রেরনামূলক বক্তব্য উপস্থাপন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে তিনি থানার অফিসার/ফোর্স ব্যারাক সরেজমিনে পরিদর্শন করেন এবং সকলকে স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন সর্বশেষে পুলিশ সুপার মহোদয় থানায় কর্মরত অফিসার ও ফোর্সের এলার্ম প্যারেড পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ আজমল হোসেন সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, কুষ্টিয়াসহ অফিসার ইনচার্জ, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা, কুষ্টিয়া এবং ৮টি বিটে নিয়োজিত বিট অফিসার ও ফোর্স।
Leave a Reply