কাগজ প্রতবিদেক ॥ কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রফেসর নজরুল ইসলামের স্ত্রী নুরজাহান পারভিন (৪০) এর মরদেহ উদ্ধার করেছে কুষ্টিয়া মডেল থানার পুলিশ। গতকাল সোমবার রাত ১০ টার দিকে কুষ্টিয়া শহরস্থ থানাপাড়া চৌধুরী কওসের উদ্দিন আহমেদ সড়কস্থ প্রফেসর নজরুলের বসবাসকৃত নিজ বাড়ি থেকে স্ত্রী নুরজাহান পারভিনের মরদেহ উদ্ধার করা হয়। জানাযায় প্রফেসর নজরুল ও নুরজাহান পারভিন দম্পত্তির ঘরে এক ছেলে ও এক মেয়ে নিয়েই তাদের বসবাস ছিলো। গতকাল অস্বাভাবিক ভাবে নুরজাহান পারভিন একটি ঘরের দরজা আটকিয়ে দেয় পরে আনেক ডাকাডাকি করার পরেও সে ভিতর থেকে আওয়াজ দিলেও আর দরজা খোলে না। নুরজাহানের এমন আচরণ দেখে তার বড় মেয়ে বিষয়টি আবগত করে তার মামা ও নানার বাড়ির লোকজনকে, পরে তার মামাসহ সেখানকার লোকজন আসলে আনেক ডাকাডাকির পরেও যখন নুরজাহান দরজা খুলে না তখন তারা সিদ্ধান্ত নেয় দরজা ভেঙ্গে ঘরে ঢোকার। এক পর্যায়ে তারা লোহার সাবল দিয়ে দরজা ভেঙ্গে দেখতে পায় নুরজাহানের মরদেহ নিচে পড়ে আছে এবং ওড়না ফ্যানের সাথে বাধা ছিলো। পরে বিষয়টি কুষ্টিয়া মডেল থানা পুলিশকে অবহিত করলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। গতকাল বিকেলে লাশের ময়নাতন্ত শেষে বাড়ীতে নিয়ে আসা হয়। এ বিষয়ে মৃত নুরজাহান পারভিনের স্বামী প্রফেসর নজরুল ইসলাম জনান, আমাদের ভিতরে গতকাল কোন প্রকার ঝামেলা হয়নি কিন্তু আমার স্ত্রী নুরজাহান এমন কান্ড ঘটিয়েছে কেন তার কোন কিছুই বুঝতে পারছিনা। প্রফেসর নজরুল ও নুরজাহান দম্পত্তির অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে জানান, আম্মু গতকাল হটাৎ করে আমাদের সামনেই ঘরের দরজা আটকিয়ে দেয় পরে আর দরজা খুলেনি আম্মু পরে আমার মামা ও নানার বাড়ির লোকজনের উপস্থিতে দরজা ভেঙ্গে দেখতে পেলাম আম্মুর লাশ। এ বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে রিপোর্ট হাতে পাওয়ার পর আরো বিস্তারিত জানানো যাবে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশরাফুল ইসলাম বলেন, তিন সদস্যের একটি বোর্ড লাশের ময়নাতদন্ত করেছে। শরীরে আঘাতের কিছু চিহ্ন দেখা গেছে। বিস্তারিত প্রতিবেদনে উল্লেখ করা হবে।
Leave a Reply