কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) খালের মাটি বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় বিপ্লব সরদারের বিরুদ্ধে। উপজেলার চাদপুর ইউনিয়নের বরইচারা এলাকার সরকারি খালের মাটি বিক্রি করছেন তিনি। অভিযুক্ত বিপ্লব সরদার বরইচারা গ্রামের আজিজ মোলার ছেলে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, খালের মাটি কাঁটা বা বিক্রি করার কোনো সুযোগ নেই। মাটি কাঁটার ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টার দিকে চাদপুর ইউনিয়নের বরইচারা গ্রামের হাকিমের ছেলে রফি’র বাড়ি এলাকায় গিয়ে দেখা যায়, পাউবো খালের পাড়ের মাটি ভ্যেকু দিয়ে কাঁটা হচ্ছে। কাটা মাটি সেলোইঞ্জিন চালিত লাটাহাম্বার গাড়িতে পরিবহন করে বিভিন্ন এলাকায় নেওয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, বিপ্লব সরদার প্রভাব খাটিয়ে খালের পাড়ের মাটি বিভিন্ন এলাকায় বিক্রি করছে। আজকের মাটি বিক্রি হচ্ছে বরইচারা গ্রামের এক মসজিদ কমিটির কাছে। খালের পাড় কাঁটায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বৃষ্টিতে কাঁদামাটি সৃষ্টি হবে। এবিষয়ে বরইচারা মসজিদ এ নূর নামের মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বলেন, মসজিদের পুকুর ভরাট করার জন্য খালের মাটি নিচ্ছি। প্রতি গাড়ি ১০০ টাকা করে খরচ হচ্ছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ড জানে। অভিযুক্ত বিপ্লব সরদার মুঠোফোনে বলেন, নামমাত্র টাকা নিয়ে খালের মাটি স্থানীয় মসজিদে দেওয়া হচ্ছে। এতে আমার কোনো লাভ নেই। তিনি আরো বলেন, এর আগেও মাটি কেঁটেছিলাম। তবে ব্যবসা করিনি। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের এস ও শাহ আলম বলেন, খালের মাটি কাঁটা বা বিক্রি করার কোনো সুযোগ নেই। মাটি কাঁটার কোনো অনুমতি নেই। মাটি কাঁটার ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম বলেন, সরকারি খালের মাটি বিক্রি করা আইন বিরোধী। খালটি পাউবো’র। পাউবো কর্তৃপক্ষ চাইলে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply