ওলি ইসলাম, ভেড়ামারা প্রতিনিধি। কুষ্টিয়া ভেড়ামারায় পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্যে দিবালোকে দুর্বৃত্তরা মো. রিপন (২৮) নামে এক যুবককে কুপিয়ে পা বিচ্ছিন্ন করেছে। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তার একটি পা মারাত্মক ক্ষতিগ্রস্থ্য সহ শরীরের বিভিন্ন অংশ জখম রয়েছে বলে জানান চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টার সময় ভেড়ামারা ঢাকা কোচষ্ট্যান্ড সংলগ্ন রেল লাইনের পাশে এ হামলার ঘটনা ঘটে। আহত রিপন চাঁদগ্রাম ইউনিয়নের চাঁদগ্রাম মধ্য পাড়ার নুরুজ্জামানের ছেলে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে সায়েম (২০) নামে একজনকে আটক করেছে পুলিশ। পরে পুলিশের অভিযানে আরো ৫ জন গ্রেফতার হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার জের ধরে চাঁদগ্রামে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের মধ্য পাড়ার মসজিদ মোড়ের নুরজামানের ছেলে মো. রিপন ভেড়ামারা শহরের নওদাপাড়ায় তার নানার বাড়িতে বেড়াতে আসে। গতকাল সোমবার দুপুরে রিপন বাড়িতে যাওয়ার জন্য অটোরিকশা ষ্ট্যান্ডে আসার পথে ঢাকা কোচষ্ট্যান্ড এসে দাঁড়ায়। এরপর পরই পেছন থেকে ১০ থেকে ১৫ জনের একদল দূর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এসময় রিপনকে কুপিয়ে গুরুত্বর আহত করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ধাওয়া করলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। এসসময় সায়েম নামে একজনকে জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। ধারালো অস্ত্রের আঘাতে আহত রিপনের বাম পা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। তাছাড়াও ডান পা, দুই হাত, মাথা ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান। রিপনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। বিষয়টি তদন্তসহ হামলাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এনিয়ে চাঁদগ্রামে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়েছে।’ এ ঘটনায় জড়িত সায়েম নামে একজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply