আমলা অফিস॥ কুষ্টিয়ায় সোনালী ব্যাংক লিমিটেড মিরপুর শাখার নতুন ভবনে স্থানান্তরের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (১৮ এপ্রিল) সকালে গ্রাহক সেবা আরও গতিশীল করা ও অত্যাধুনিক সেবা দেওয়ার নিমিত্তে জরাজীর্ণ পুরাতন ভবন থেকে নতুন চেয়ারম্যান ভবনে স্থানান্তর ও উদ্বোধন করা হয়েছে। এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেনারেল ম্যানেজারস অফিস ফরিদপুরের জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র বিশ্বাস। এসময় তিনি বলেন ” দেশের অর্থনৈতিক উন্নয়নে সোনালী ব্যাংক লিমিটেড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সর্বোচ্চ গ্রাহক সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দেওয়া আমাদের মুল লক্ষ্য। মুজিব শতবর্ষে ব্যাংকিং কার্যক্রমে আমরা সবথেকে বেশি এগিয়ে। মিরপুর খুব শীঘ্রই এটিএম বুথ চালু করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হারুন অর রশিদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল করিম, যুদ্ধকালীন কমান্ডার আফতাব উদ্দিন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, সাগরখালী আদর্শ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম। অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস কুষ্টিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার খোন্দকার আব্দুস সালামের সভাপতিত্বে ও সোনালী ব্যাংক মিরপুর শাখার ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার) শাহিন উদ্দিনের সার্বিক তত্বাবধানে এবং অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তল, ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এনামুল হক বিশ্বাস, মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দার, মিরপুর পৌরসভার প্যানেল মেয়র ও মিরপুর প্রেসক্লাবের সদস্য জমির উদ্দিন, সাংবাদিক সুমন মাহমুদ, নাঈম খন্দকার, আশরাফুল আলম হীরা, সোনালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply