মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলাধীন ফুলবাড়ীয়া ইউনিয়নের অন্তর্গত কৃষ্ণপুর জামে মসজিদে মিলাদের ছিন্নি ও মসজিদের জলাশয় বাৎষরিক লীজ দেয়াকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু-গ্রুপের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল ২০২২) জুম্মার নামায শেষে মসজিদ প্রাঙ্গণে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামলীগের সদস্য হাজী আব্দুস সালামকে (৫৭) মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর পক্ষ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম ফড়ং (৫৫), মানিক (৩৭), রফিকুল ইসলাম চাঁদ (৩৪), শহিদুল ইসলাম (৪৩), সোহান (১৯), রতন (২১), সৈকত (১৪) কে আশঙ্খাজনক অবস্থায় কুষ্টিয়া সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীর্তে হাজী আব্দুস সালাম গ্রুপের লোকজন সিরাজুল ইসলাম ফড়ং এর বাড়ীতে হামলা চালিয়ে দশ চাকার একটি ট্রাক ভাংচুর করে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুম্মার নামায শেষে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম ফড়ং মসজিদে মিলাদ ও ছিন্নি দেয়ার কথা বললে হাজী আব্দুস সালাম গ্রুপের আব্দুল আলিম নামে একজন বাধা সৃষ্টি করে। পরবর্তীতে মসজিদে মিলাদের ছিন্নি ও মসজিদের জলাশয় বাৎষরিক লীজের ঘটনাকে কেন্দ্র করে সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আব্দুস সালামের সাথে সিরাজুল ইসলাম ফড়ং গ্রুপের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০জন আহত হয়।
স্থানীয়রা আহত হাজী আব্দুস সালামকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। তবে এ ঘটনায় কাউকে এখনও গ্রেফতার করেনি পুলিশ।
Leave a Reply