কাগজ প্রতিবেদক ॥ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি) বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হয়েছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্ত্বরে বেলুন উড়িয়ে নববর্ষ উদযাপন কর্মসূচির উদ্বোধন করা করেন উপাচার্য। পরে সেখান থেকে ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা; অগ্নি¯œানে শুচি হোক ধরা” শ্লোগানে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বিশ^বিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা তাদের তৈরীকৃত কুলা, চালুনি, হাতপাখা ও একতারা দ্বারা বাঙালি সংস্কৃতিকে তুলে ধরেন। এ ছাড়াও বিভিন্ন বিভাগ বিভাগ ও সংগঠন তাদের ব্যানারে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অনুষদ ভবন সংলগ্ন বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় দিবসটি উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. সরোয়ার মুর্শেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া। এ ছাড়া সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘বাংলা নববর্ষের সাথে আমাদের সংস্কৃতি, রাজনীতি ও ঐতিহ্যের প্রত্যক্ষ সংযোগ রয়েছে। পাকিস্তানী শাসক গোষ্ঠী রবীন্দ্রনাথের সংগীত পর্যন্ত নিষিদ্ধ করেছিলো। কিন্তু তারা আমাদের সংস্কৃতিকে দাবিয়ে রাখতে পারেনি। বরং আজকে আমাদের সংস্কৃতি সার্বজনীন হয়েছে, আমাদের মঙ্গল শোভাযাত্রা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। মঙ্গল শোভাযাত্রা থেকে আমাদেরকে এই প্রত্যয় নিতে হবে যে, আমরা সকল বিভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাবো।
Leave a Reply