ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় জি-কে (গঙ্গা-কপোতাক্ষ) খাল থেকে গোলাম সরোয়ার মিঠোন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। গোলাম সরোয়ার মিঠোন মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর মহারাজপুর গ্রামের মো. রব্বানীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর মহারাজপুর গ্রামে গোলাম সরোয়ার মিঠোনের বাড়ি। গত রোববার সে বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ যাত্রী ছাউনির নিকট এসেছিলেন। গতকাল জি-কে (গঙ্গা-কপোতাক্ষ) খালে গোলাম সরোয়ারের গোসল করতে নামতে দেখেছে স্থানীয় কয়েকজন শিশু- কিশোর। এর কিছুক্ষণ পরেই এক কিলোমিটার দুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে খালে মরদেহ ভাসতে দেখা যায়। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহ পোস্ট মর্টেমের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গোলাপ সরোয়ারের মা ও বাবা জানান, তিন বছর পূর্বে বিএসসি পাস করা গোলাম সরোয়ারের বিয়ে দেওয়া হয়। এর দুইমাস পর তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকেই ছেলে গোলাম সরোয়ার মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এ কারণে মাঝেমধ্যেই সে বাড়ি থেকে চলে যায়। সে সাতার জানতো না বলে জানান তার পরিবার। ভেড়ামারা থানার পরিদর্শক (ওসি তদন্ত) নান্নু খান বলেন, গোলাম সরোয়ার দুইদিন আগে ১৬ দাগ যাত্রী ছাউনির নিকট আসে। ঘটনার দিন সে ক্যানেলে গোসল করতে নামতে দেখেছে স্থানীয়রা। এর কিছুক্ষণ পর ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
Leave a Reply