মনোজিত মন্ডল, খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় ট্রেনের ধাক্কায় তাসিন নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে দশটার দিকে খোকসা রেল স্টেশন থেকে ছেড়ে আসা নকশিকাঁথা মেইল ট্রেন টি মাছপাড়া’র রেল স্টেশনের উদ্দেশ্যে যাওয়ার সময় শিমুলিয়া ইউনিয়নের নকশাপাড়া বাজারের পাশে রেল লাইনের উপর থেকে ট্রেনের ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে । তাৎক্ষণিক ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। তাসিন খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিপন সরদারের ছেলে । এলাকাবাসী সূত্রে জানা যায় খেলার ছলে রেললাইনের উপর তাসিন এসেছিল । গাড়ি আসার মুহূর্তে কেউই সেখানে ছিল না । এ সময় এমন দুর্ঘটনা ঘটেছে । তবে আজ যেখানে মায়ের কোল জুড়ে শিশুর আনন্দঘন পরিবেশ থাকার কথা ছিল সেখানে এমন দুর্ঘটনার কবলে পড়ে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে । তবে মাঝে মধ্যেই এখানে ট্রেনের এ রকম দুর্ঘটনা ঘটে । রেললাইনের উপর দিয়ে পাকা রাস্তা যাওয়ায় ও রাস্তার মোড় থাকায় দুই পাশে কোন কিছুই দেখা যায় না । ফলে দুর্ঘটনা ঘটে । তবে এলাকাবাসীর দাবি , এখানে অতি দ্রুতই রেললাইনের গেট নির্মাণ হলে এসকল দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারেন জনসাধারণ।
Leave a Reply