ভিট চ্যানেল আই প্রতিযোগিতায় সেরা সুন্দরী হয়ে মিডিয়ায় আসেন হাসিন রওশন। এই প্রতিযোগিতার পর থেকেই অভিনয়ে যুক্ত হন তিনি।
তাহের শিপনের পরিচালনায় ২০১১ সালে ‘আমাদের ছোট নদী’ নাটকে নোবেলের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে হাসিনের যাত্রা শুরু হয়েছিল। প্রথম নাটকেই তিনি দর্শকের মন জয় করেছিলেন। এর পরপরই তিনি সকাল আহমেদের পরিচালনায় ‘নরম রোদের ওম’ নাটকে অভিনয় করেন মাহফুজ আহমেদের বিপরীতে।
অভিনয় জীবনের শুরুতেই দুইজন সুপারস্টারের সঙ্গে অভিনয় করার সুযোগ কিংবা ভাগ্য খুব কম শিল্পীর জীবনেই হয়ে থাকে। পরবর্তীতে হাসিন প্রথম ধারাবাহিকে অভিনয় করেন রাজীবুল ইসলাম রাজীবের পরিচালনায় ‘নো ম্যানস ল্যান্ড’ নাটকে।
এরপর আরও অনেক ধারাবাহিক এবং খ-নাটকে অভিনয় করেছেন হাসিন। কিন্তু টানা পাঁচ বছর অভিনয় করার পর হাসিন সিদ্ধান্ত নেন আর অভিনয় করবেন না। এখন থেকে অর্ধযুগ আগে হাসিন অভিনয় থেকে বিদায় নিয়েছেন। আর কোন নতুন নাটকে দেখা যায়নি তাকে।
অভিনয় থেকে বিদায় নেওয়ার কিছুদিনের মধ্যেই তিনি ফেসবুক থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। কিন্তু আবার ফেসবুকে ফিরে আসেন তিনি। স্বামী মারুফকে নিয়েই তার সুখের সংসারে ২০১৭ সালের ৩ ডিসেম্বর এক পুত্রসন্তানের জন্ম দেন হাসিন।
সম্প্রতি তার সঙ্গে যোগাযোগ করা হলে নিজের খোঁজখবর জানাতে গিয়ে হাসিন বলেন, আলহামদুলিল্লাহ, সবমিলিয়ে বেশ ভালো আছি। বিগত ছয় বছরে অভিনয় থেকে দূরে আছি। শুরুতেই কষ্ট হতো। কিন্তু এখন পরিবার নিয়ে, সন্তান নিয়ে এত ব্যস্ত থাকতে হয় যে, অভিনয় আর মিস করার সুযোগ হয় না।
কিছু মানুষ আছেন যাদের খুব মিস করি। তাদের সঙ্গে যোগাযোগ আছে। আমি সবার কাছে দোয়া চাই যেন আমি ভালো থাকতে পারি, আমার একমাত্র সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারি।
একজন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে হাসিন আরটিভি স্টার অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। অমিতাভ রেজার নির্দেশনায় তিনি প্রথম বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। হাসিন জানান, তার আর অভিনয়ে ফেরার কোন সম্ভাবনা নেই। তবে তিনি দেশের নাটক, সিনেমা নিয়মিত দেখার চেষ্টা করেন।
Leave a Reply