চরম আর্থিক দুর্দশার মধ্যে শ্রীলংকায় মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগের পর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও পদত্যাগ করেছেন। ওদিকে, প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে সব দলকে নতুন সরকারে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু অর্থনৈতিক সংকটের মধ্যে প্রতিবাদে রাস্তায় নামা বিক্ষোভকারীরা বলছে, প্রেসিডেন্ট পদত্যাগ না করা পর্যন্ত তারা থামবে না।
শ্রীলংকাজুড়ে উত্তাল বিক্ষোভে স্লোগান আর প্ল্যাকার্ডগুলো মূলত একজন মানুষকে উদ্দেশ্য করেই লেখা; আর তা হচ্ছে “চলে যাও গোটা”, “চলে যাও গোটা”। গোটাবায়াকে সংক্ষিপ্ত নামে ডাকা হয় গোটা। বিতর্কিত এই প্রেসিডেন্টকেই দেশের ভয়াবহ অর্থনৈতিক সংকটের জন্য দায়ী করছেন অনেকে।
রোববার কারফিউ ভঙ্গ করে সপরিবারে বিক্ষোভে নামা এক বিক্ষোভকারী বলেন, “তার চলে যাওয়া দরকার। তিনি আমাদের কাছ থেকে সবকিছু ডাকাতি করে নিয়ে গেছেন।”
হাতে পোস্টার ধরে রেখে বিক্ষোভ দেখাচ্ছিলেন এই নারী। সুখী জীবন থেকে কিভাবে প্রতিনিয়ত উদ্বেগ আর ভোগান্তির জীবনে চলে এলেন তার বিস্তারিত বর্ণনা দিয়ে তিনি বলেন, ১৭ ঘণ্টার বিদ্যুৎবিহীন অবস্থা, প্রতিদিন রান্নার গ্যাসের জন্য হাহাকার আর গাড়ির পেট্রোলের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে তাকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
“হাসপাতালগুলোতে ওষুধ নেই, স্কুলগুলোতে পরীক্ষার জন্য কাগজ নেই। কিন্তু রাজনীতিবিদরা প্রতিদিন বিদ্যুৎ পাচ্ছে। গ্যাস কিংবা কেরোসিনের জন্য তাদেরকে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে না”, ক্ষমতাসীনদের বিরুদ্ধে অনুযোগের সুরে বলেন তিনি।
১৯৪৮ সালে স্বাধীনতার পর এখনই সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটের মোকাবেলা করতে হচ্ছে ভারত মহাসাগরের দ্বীপ দেশ শ্রীলঙ্কাকে। এ বছর কলম্বোকে প্রায় ৬৯০ কোটি ডলারের ঋণ পরিশোধ করতে হবে, অথচ জ্বালানি তেল আমদানির মত যথেষ্ট বিদেশি মুদ্রাও দেশটির সরকারের হাতে নেই।
কোভিডের কারণে শ্রীলংকায় পর্যটনে ধস এ দুরবস্থার একটি কারণ হতে পারে। কিন্তু অনেকেই বলছেন এর জন্য দায়ী প্রেসিডেন্টের অব্যবস্থাপনা।
বিশেষজ্ঞরা বলছেন, রাজাপাকসে ২০১৯ সালে নির্বাচিত হওয়ার পর অনেক বেশি কর কর্তন এবং আমদানি নিষিদ্ধের যে নীতি চালু করেছেন, তাতেই সংকট ঘনীভূত হয়েছে। তার ওপর তিনি আবার আইএমএফ থেকে সহায়তা নেওয়ার ব্যাপারেও উদাসীন থেকেছেন।
প্রেসিডেন্ট রাজাপাকসে দেশের বর্তমান সংকটের জন্য আগের প্রশাসনগুলোকে দায়ী করেছেন। কিন্তু বিক্ষোভকারীদের অনেকেই বলছেন, তার অবিলম্বে পদত্যাগ করা এবং সংকটের পূর্ণ দায় মাথা পেতে নেওয়ার সময় হয়েছে।
জনগণের মধ্যে ক্ষোভ, হতাশা বাড়তে থাকায় সরকার তার বিরুদ্ধে কোনওরকম সমালোচনার টুটি চিপে ধরতে চাইছে বলে আশঙ্কা সৃষ্টি হয়েছে। রোববার সরকারের কারফিউ জারি করাটা জনগণকে জমায়েত হতে না দেওয়ার কেবল একটি পদক্ষেপ। জনগণ যাতে আরও সংগঠিত হতে না পারে সেজন্য স্যোশাল মিডিয়াও বন্ধ রাখা হচ্ছে।
এর মধ্যেও গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে শত শত মানুষ ঘরে থাকার নির্দেশ উপেক্ষা করে রাস্তায় নেমে এসে বিক্ষোভ করছেন।
আজ কেন এত মানুষ বাইরে বেরিয়ে এসেছে সেকথা বর্ণনা করে তারা বলছেন, “আমাদের অধিকার হরণ করে নেওয়া হয়েছে। এখন আর আমাদের হারানোর কিছু নেই। তারা কারফিউ দিল কেন? আমাদেরকে রক্ষা করতে? এর আদৌ কোনও মানে নেই।”
Leave a Reply