কুমারখালী প্রতিনিধি ॥ রাতে তারাবিহ নামাজ শেষে বাড়িতে এসে শুয়ে ছিলেন আশরাফুল আলম ব্যাপারী (৩৮)। পাশে তার স্ত্রী সীমা খাতুনও ছিলো। হঠাৎ করে ঘরের দেওয়ালে ভারী কিছুর আঘাতের শব্দ পান। এরপর পাকা দেওয়াল ভেঙে ভেতরে দেশি অস্ত্র হাতে ঢুকে পড়েন বেশ কয়েকজন। এরপর তাকে কুপাতে শুরু করে। স্বামীর মারধর ঠেকাতে আসলেও তাকে কুপিয়ে জখম করা হয়। সোমবার রাত ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড়কালোয় গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর জখম দুইজনকে রাতেই উদ্ধার করে এনে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জন্য সদ্য নির্বাচিত চেয়ারম্যান আলী হোসেনকে দায়ী করেছে এলাকার লোকজন। আহত আশরাফুল আলম কয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক। সে বেড়কালোয়া গ্রামের নজরুল ব্যাপারীর ছেলে। সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলী হোসেনের নির্বাচন না করে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচন করায় এ হামলা হয়েছে বলে মনে করছেন আশরাফুল। কুষ্টিয়া সদর হাসপাতাল ঘুরে দেখা গেছে, হাসপাতালের দ্বিতীয় তলার করিডোরে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে আশরাফুল এবং সীমা খাতুন। কর্তব্যরত চিকিৎসা তাদেরকে একাধিক এক্সরে করার জন্য জানিয়েছেন। আশরাফুল ব্যাপারী’র হাতে ও পায়ে ব্যান্ডেজসহ সারা শরীর রক্তের দাগ। তার শরীরের পেছনের দিকে ১০ এর অধিক ধারালো অস্ত্রের কোপে ক্ষতের চিহ্ন রয়েছে। সিমা খাতুনের মাথায় ব্যান্ডেজ এবং সারা শরীর রক্তাক্ত। স্বজনরা ধারণা করছেন সিমা খাতুনের মাথা ফেটে গেছে। যার ফলে তার সারা শরীর রক্তে ভরে গেছে । স্থানীয় ও আহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ৪ মার্চ দিবাগত রাত ১১ টার দিকে একই এলাকার কেদু শেখের পুত্র ইয়ারুল ও জিয়ারুলের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী বাহিনীর ক্যাডার প্রথমে আশরাফুল ব্যাপারী’র মেয়ের রুমে প্রবেশ করে তাকে না পেয়ে অন্য ঘরের দেওয়াল ভেঙে আশরাফুলের ঘরে প্রবেশ করে । আশরাফুল কোন কিছু বোঝার আগেই তাকে দেশীয় অন্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে। আশরাফুলের স্ত্রী সীমা খাতুন স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে ইয়ারুল ও জিয়ারুল (জিয়ার) সহ তাদের ক্যাডার বাহিনীর লোকজন তাকেও বেধড়ক মারধর করে এবং তার মাথায় আঘাত করে। আহত সীমা খাতুন জানান, প্রথমে প্রায় শতাধিক লোক ঘরের দরজার ভাঙ্গার চেষ্ট করে ব্যর্থ হয়ে, মেয়েদের ঘরে ঢুকে ওয়াল ভেঙ্গে আমাদের ঘরে প্রবেশ করে। ইয়ারুল আমার মাথার উপরে আঘাত করলে যে আমি ছুটে গিয়ে ওয়ালের উপর পড়ে যায় । ইয়ারুলসহ চার/পাঁচ জন আমার স্বামীকে কুপাইছে। তাদের পায়ে ধরলেও তারা আমাদের ছাড়েনি। রাতে ঘটনার সময় বাড়ীতে লুটপাট করেছে বলেও জানান তিনি। আহত আশরাফুল জানান, চেয়ারম্যান আলী হোসেনের ক্যাডার বাহিনী আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। আমার স্ত্রীকেও কুপিয়েছে। এলাকার সন্ত্রাসী ইয়ারুল ও জিয়ারুলের কাছে দেশি তৈরি বন্দুক ছিলো। আমাকে হকিস্টিক, হাসুয়া ও হাতুড়ী দিয়ে আঘাত করেছে তারা। অভিযোগের বিষয়ে জানতে ইয়ারুলের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া গেছে। এই বিষয়ে কয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারন সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন বলেন, হামলাকারীরা একাধিক মামলার আসামী। তারা বিএপি’র রাজনীতির সাথে জড়িত এবং এলাকার চিহিৃত সন্ত্রাসী। বর্তমান চেয়াম্যান আলী হোসেনের ছত্রছায়ায় তারা এসকল অপকর্ম করে যাচ্ছে। আমি অবিলম্বে তাদের গ্রেফতারসহ দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি । এই বিষয়ে কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন বলেন, আমি কোন হামলা-মামলার বিষয়ে কিছু জানি না, আমি কোন সন্ত্রাসী চাঁদাবাজীর সাথে জড়িত নই। এবং কারা কাকে হামলা করেছে তাও কিছু জানি না। তবে যারা হামলার শিকার হয়েছে শুনেছি তারা বিপক্ষের লোক। তিনি আরও জানান, এ বিষয়ে থানার ওসির সাথে কথা হয়েছে। তাকে আমি বলেছি, যারা মারামারি করেছে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করুন। ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (নিঃ) তদন্ত আকিবুল ইসলাম জানান, খরব পাওয়ামাত্রই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং রাতেই আহতের চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে । এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে দ্রত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply