বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব আটকে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার আহ্বানে সাড়া দিয়ে দেশটির প্রেসিডেন্ট বর্তমান আইন সভা ভেঙে দিয়েছেন। রাজনীতির এই টালমাটাল অবস্থা পাকিস্তানের ঘনিষ্ঠ দেশগুলোর ওপর কতটুকু প্রভাব ফেলতে পারে তা রয়টার্সের এক বিশ্লেষণে তুলে ধরা হয়েছে।
ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর গত রোববার পার্লামেন্টে ভোট হওয়া কথা ছিল। কিন্তু ‘বিদেশি চক্রান্তে’ অনাস্থা প্রস্তাব আনা হয়েছে যা ‘অসাংবিধানিক’ বলে ওই প্রস্তাব বাতিল করে দেওয়া হয়। অথচ, ভোটে ইমরানের হেরে যাওয়ার লক্ষণ বেশ স্পষ্ট ছিল।
অনাস্থা প্রস্তাব বাতিল হওয়ায় বিরোধীদলগুলো ক্ষুব্ধ হয়েছে। এতে পাকিস্তানের রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে। ইমরানের বিষয়ে ডেপুটি স্পিকারের সিদ্ধান্তের বৈধতা নিয়ে বিতর্ক করছেন সংবিধান বিশেষজ্ঞরা। ইমরান খান বা তার বিরোধীরা সামনে এগিয়ে যাওয়ার কোনও উপায় খুঁজে পায় কি না, তা ভেবে দেখছেন তারা।
পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানের জনসংখ্যা ২২ কোটির বেশি। দেশটির পশ্চিমে ইরান, উত্তর-পশ্চিমে আফগানিস্তান, উত্তর-পূর্বে চীন আর পূর্বে ভারতের অবস্থান। ভৌগলিক এই অবস্থানের কারণে কৌশলগত বিশ্ব রাজনীতিতে দেশটির গুরুত্ব বেড়েছে।
ইমরান খান ২০১৮ সালের অগাস্টে ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেশ কিছু বক্তব্য রেখেছেন। তিনি চীনের ঘনিষ্ঠ হওয়ার আগ্রহও প্রকাশ করেছেন। সম্প্রতি ঝুঁকেছেন রাশিয়ার দিকে। এমনকি, রাশিয়া যেদিন ইউক্রেইনে হামলা শুরু করে সেদিন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে সাক্ষাৎও করেন।
ঐতিহ্যগতভাবে পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনী দেশটির পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি নিয়ন্ত্রণ করে থাকে। তাই দেশটির অভ্যন্তরীন রাজনীতিতে যতই অস্থিরতা থাকুক ওই দুই ক্ষেত্রে তার প্রভাব খুব একটা পড়ে না বলেই মনে করেন যুক্তরাষ্ট্র ও এশিয়ার পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞরা।
অনেকেই মনে করছেন, পাকিস্তানের অভ্যন্তরীন রাজনীতির বর্তমান টালমাটাল অবস্থায় ইমরান খানকে বিদায় নিতে হতে পারে। পাকিস্তানের ঘনিষ্ঠ দেশগুলোতে কেমন হতে পারে এর প্রভাব?
আফগানিস্তান
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থার সঙ্গে তালেবানের সম্পর্ক দুর্বল হয়েছে। তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতায় ফিরেছে। অর্থের অভাব ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার কারণে দেশটি অর্থনৈতিক ও মানবিক সংকটের মুখে পড়েছে। কাতারই এখন তালেবানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদেশি অংশীদার।
ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের পরিচালক লিসা কার্টিস বলেন, ‘‘তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষার মাধ্যম হিসেবে পাকিস্তানকে আর যুক্তরাষ্ট্রের প্রয়োজন নেই। কাতার এখন সেই ভূমিকায়।”
এছাড়া, তালেবান ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। দুই দেশের সীমান্তের কাছে হামলায় বেশ কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। পাকিস্তান চায়, তালেবান চরমপন্থি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আরও দমনমূলক ব্যবস্থা গ্রহণ করুক। তাদের আশঙ্কা, চরমপন্থিরা পাকিস্তানে সহিংসতা ছড়িয়ে দিতে পারে। যেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
এদিকে, মানবাধিকার প্রশ্নে অধিকাংশ বিদেশি নেতার তুলনায় ইমরান খান তালেবানের সমালোচনা কম করেছেন।
চীন
ইমরান খান বারবারই জোর দিয়ে পাকিস্তান এবং বাকি বিশ্বের উপর চীনের ইতিবাচক ভূমিকার কথা বলে এসেছেন। তবে শুধু ইমরান নন বরং বর্তমানে তার বিরোধী দলে যারা আছেন তাদের আমলেও চীনের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক ছিল।
চীন-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিইসি) নামে ৬০ বিলিয়ন মার্কিন ডলার প্রকল্পের যে চুক্তি দুই প্রতিবেশীর মধ্যে হয়েছে তা বাস্তবায়নের পরিকল্পনা এবং উদ্বোধন হয়েছে পাকিস্তানের প্রতিষ্ঠিত দুই রাজনৈতিক দল ক্ষমতায় থাকার সময়। ওই দুই দলই এখন ইমরানকে পাকিস্তানের ক্ষমতা থেকে সরাতে চায়।
পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের নেতা হিসেবে চীনের সঙ্গে সরাসরি ওই চুক্তি সই করেছিলেন বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফ। রাজনৈতিক লোকদেখানোর বিষয়টি এড়িয়ে বড় অবকাঠামো প্রকল্প পাওয়ার ক্ষেত্রে তার সুনাম বেইজিংয়ের জন্য সুসংবাদ হয়ে উঠতে পারে।
ভারত
১৯৪৭ সালে স্বাধীনতার পর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান তিন তিনবার যুদ্ধে জড়িয়েছে। এর মধ্যে দুটি ছিল মুসলমান সংখ্যাগরিষ্ঠ ভূখ- কাশ্মীর নিয়ে।
আফগানিস্তানের পাশাপাশি স্পর্শকাতর এই এলাকা পরিচালনার নীতিও নিয়ন্ত্রণ করে পাকিস্তান সেনাবাহিনী। তবে বর্তমানে বিশেষ করে ২০২১ সালের পর থেকে দুই দেশের মধ্যে কাশ্মীরের ডি-ফ্যাক্টো সীমান্তে উত্তেজনার মাত্রা সবচেয়ে কম পর্যায়ে রয়েছে।
যদিও গত কয়েক বছর ধরে দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে আনুষ্ঠানিক কোনও কূটনৈতিক সংলাপ হয়নি। এর অনেকগুলো কারণের মধ্যে অন্যতম ভারতে মুসলমান সংখ্যালঘুদের উপর হামলার নানা ঘটনা সামাল দেওয়াকে কেন্দ্র করে ইমরানের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করা।
ভারতের রাজনৈতিক বিশ্লেষক করন থাপার, যিনি দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তান সম্পর্কের ওপর নজর রাখছেন। তিনি বলেন, কাশ্মীরে একটি সফল অস্ত্রবিরতি বাস্তবায়নের জন্য ইসলামাবাদে নতুন বেসামরিক সরকারের ওপর চাপ দিতে পারে পাকিস্তানের সেনাবাহিনী।
গত শনিবার পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, যদি ভারত রাজি থাকে তবে তার দেশ কাশ্মীর ইস্যুতে সামনে আগ্রসর হতে প্রস্তুত আছে। তাছাড়া, এ ইস্যুতে বছরের পর বছর ভারতকে কয়েকটি আলোচনা প্রস্তাব দেওয়ার অগ্রভাগে রয়েছে শরিফের রাজনৈতিক পরিবার।
যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র-ভিত্তিক দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞরা বলছেন, দেশের ভেতরে ব্যাপক বিক্ষোভ কিংবা ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি না পেলে পাকিস্তানের রাজনৈতিক সংকট এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে অগ্রাধিকার পাওয়ার কোনও সম্ভাবনা নেই। কারণ, তিনি এখন ইউক্রেইন যুদ্ধ সামলাতে ব্যস্ত।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রবিন রাফেলও একই কথা বলেছেন। তিনি বলেন, ‘‘আমাদের কাছে এখন মনোযোগ দেওয়ার মত আরও অনেক বিষয় আছে।”
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক কার্টিস বলেন, ‘‘যদি পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তান, ভারত ও পারমাণবিক অস্ত্রের মত বিষয়ে কোনও নীতি বা কৌশলগত সিদ্ধান্ত নেয়, তবে যুক্তরাষ্ট্র সেটা গুরুত্বের সঙ্গে নেবে। পাকিস্তানের অভ্যন্তরীন রাজনীতিতে কী হচ্ছে যেটা বেশিরভাগ ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের কাছে অপ্রাসঙ্গিক।”
কোনো কোনো রাজনীতি বিশ্লেষক এও বলেছেন, যেহেতু পাকিস্তান সামরিক বাহিনী নেপথ্যে থেকে দেশটির পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি নিয়ন্ত্রণ করে, তাই ইমরান খানের রাজনৈতিক ভাগ্যে কী ঘটতে চলেছে, সেটা যুক্তরাষ্ট্রের জন্য বড় উদ্বেগের বিষয় নয়।
ইমরানের মস্কো সফর যুক্তরাষ্ট্রের- পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে ‘বিপর্যয়কর’ উল্লেখ করে কার্টিস আরও বলেন, ‘‘ইসলামাবাদে যদি নতুন সরকার আসে তাহলে তা দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা হলেও স্বাভাবিক করতে সাহায্য করতে পারে।”
পাকিস্তানের চলমান রাজনৈতিক সংকটের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইমরান। তিনি বলেছেন, মস্কো সফরের কারণে ওয়াশিংটন তাকে ক্ষমতা থেকে সরাতে চাইছে।
Leave a Reply