কাগজ প্রতিবেদক ॥ কেন্দ্র ঘোষিত ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিন বলেছেন, ‘একটি চক্র মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করে আদর্শচ্যুত করতে তৎপর হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় তারা (শিক্ষক ইউনিট) মহান স্বাধীনতা দিবসে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে স্বাধীনতার মহিমাকে ভূলুণ্ঠিত করেছে।’ শনিবার সকালে অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহবুবুল আরফিন। এসময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্র থেকে দেশের বিভিন্ন ইউনিটে দেয়া কমিটি কার্যক্রম করে যাচ্ছে। একইভাবে ইবিতে দেয়া সর্বজন গ্রহণযোগ্য কমিটির বিরুদ্ধে গিয়ে একটি তথাকথিত কমিটি ঘোষণা দিয়ে অপকর্ম চালাচ্ছে। এসময় বঙ্গবন্ধু পরিষদ নাম ব্যবহার করে অন্য কোন সংগঠন গড়ে তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রাস থেকে দূরে সরে যেতে আহ্বান জানান তিনি।’ সম্মেলনে পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি প্রফেসর ড. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিন, আইন বিষয়ক সম্পাদক প্রফেসর ড. শাহজাহান মন্ডলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের সাধারণ সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার বলেন, ‘আমাদের মধ্যে মতভেদ থাকলেও আদর্শিক দিক দিয়ে আমরা এক। তারা (বঙ্গবন্ধু পরিষদ) সংবাদ সম্মেলনে যে ভাষা ব্যবহার করেছে তা আমাদের সঙ্গে যায় না।’ উল্লেখ্য, গত ২৬ মার্চ ফুল দেওয়াকে কেন্দ্র করে বঙ্গবন্ধু পরিষদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় হাতাহাতির ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের অন্তত ৩০ জন শিক্ষক জড়িয়ে পরেন। পরে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রের এক বিবৃতিতে ঘোষিত বর্তমান প্রফেসর ড. মাহবুবুল আরফিনের নেতৃত্বে কমিটিকে বৈধ কমিটি বলা হয়।
Leave a Reply