আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়া মিরপুরে প্রাচীন আমলের কষ্টি পাথরের বিষ্ণু মুর্তি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের কুর্শা মজন্দপাড়ায় তাহের কমান্ডারের পুকুর খনন করতে গিয়ে এ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। ওই পুকুরে ড্রেজার মেশিন দিয়ে পুকুর খনন করতে গিয়ে মেশিন চালক একটি মূর্তি দেখতে পায়। এ ময় তিনি স্থানীয়দের মুর্তির বিষয়টি জানান। পরে স্থানীয় জনগণ ঘটনাস্থলে গিয়ে মাটির ভিতর থেকে আনুমানিক ৩০ কেজি ওজনের মুর্তিটি উদ্ধার করে পুলিশকে খবর দেন। মাজিহাট ক্যাম্পের টুআইসি এএসআই আব্দুল আহাদ ঘটনাস্থলে গিয়ে মুর্তিটি জব্দ করেন। মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মুর্তিটি আসল না নকল তা পরিক্ষা করার পর জানা যাবে।
Leave a Reply