বিশ্বাসঘাতকতার অভিযোগে ইউক্রেনের দুই শীর্ষ সামরিক কর্মকর্তাকে বহিষ্কার করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বৃহস্পতিবার রাতে দুই কর্মকর্তাকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে এক ভিডিওবার্তায় এ ঘোষণা দেন তিনি। খবর আলজাজিরার।
জেলেনস্কি বলেন, আজ অ্যান্টি-হিরোদের ব্যাপারে আরেকটি সিদ্ধান্ত হয়েছে। সব বিশ্বাসঘাতককে মোকাবিলার সময় আমার নেই। তবে ধীরে ধীরে তাদের সবাইকে শাস্তি দেওয়া হবে।
এ সময় ইউক্রেনের জাতীয় নিরাপত্তা সেবা বাহিনীর শীর্ষ ওই দুই কর্মকর্তার বরখাস্তের বিষয়টি উল্লেখ করেন তিনি। বলেন, যারা ইউক্রেনের জনগণের প্রতি আনুগত্যের সামরিক শপথ ভঙ্গ করবে, তারা অবশ্যই উচ্চ সামরিক পদ থেকে বঞ্চিত হবে।
তিনি বলেন, এলোমেলো জেনারেলদের পথ আর আমাদের পথ এক নয়।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুই শীর্ষ সামরিক কর্মকর্তা ছিলেন জাতীয় নিরাপত্তা দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা। তারা হলেন আন্দ্রেই নাউম এবং সের্হি ক্রিভোরুচকো।
উল্লেখ্য, ইউক্রেনের লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলকে গত ২১ ফেব্রুয়ারি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এর পর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে শুক্রবার ৩৭তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। এ সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করে যাচ্ছে ইউক্রেন।
সূত্র: বিবিসি, রয়টার্স।
Leave a Reply