1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 12:03 am
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

ইউক্রেইনে লড়তে সিরিয়ার ভাড়াটে যোদ্ধারা রাশিয়ায়, দাবি পশ্চিমাদের

  • প্রকাশিত সময় Friday, April 1, 2022
  • 94 বার পড়া হয়েছে

ইউক্রেইনে রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে যোগ দিতে রওনা দিয়েছে সিরিয়ার শত শত ভাড়াটে যোদ্ধা – সূত্রের বরাতে এমনটাই দাবি করা হয়েছে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে।
ভাড়াটে যোদ্ধাদের গতিবিধির ওপর নজরদারি চালানো দুই ব্যক্তিকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় ১১ বছরের গৃহযুদ্ধে রাশিয়ার সহযোগিতার প্রতিদান দিতেই এবার সিরিয়ার যোদ্ধারা মস্কোর হয়ে লড়তে নামছে।
একজন পশ্চিমা কূটনীতিক এবং সিরীয় সরকারের দামেস্ক-ভিত্তিক এক মিত্রের বরাতে নিউ ইয়র্ক টাইমস লিখেছে, ভাড়াটে যোদ্ধাদের প্রথম দলটি রাশিয়ায় পৌঁছেছে এবং ইউক্রেইনের রণাঙ্গনে যোগ দেওয়ার আগে সেখানে প্রশিক্ষণ নিচ্ছে।
ওই দুই সূত্র জানিয়েছে, প্রথম দলে সিরিয়ার সেনা বাহিনীর একটি ডিভিশনের কমপক্ষে ৩০০ সেনা রয়েছে, যারা সিরিয়ার গৃহযুদ্ধে আসাদ সরকারের পক্ষে লড়াই করার সময় রুশ কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করেছিলেন।
আরও অনেক সেনাই হয়ত একই পথে রয়েছে। নিয়োগকারীরা সিরিয়াজুড়ে কয়েক হাজার আগ্রহী প্রার্থীর নামের তালিকা করছেন, যাদের সম্পর্কে সিরিয়ার নিরাপত্তা বিভাগ থেকে যাচাই-বাছাই করা হবে এবং এরপর রাশিয়ায় পাঠানো হবে।
নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে, সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়া ভাড়াটে যোদ্ধা রপ্তানিকারকে পরিণত হয়েছে। মূলত যুক্তরাষ্ট্র সমর্থিত গৃহযুদ্ধের একটি পরাঘাত হিসেবেই এমনটি ঘটেছে।
১১ বছরের গৃহযুদ্ধ সিরিয়ার অনেক পুরুষকেই রণাঙ্গনের অভিজ্ঞতা দিয়েছে, কিন্তু দেশের অর্থনীতি এতটাই বিপর্যস্ত যে মানুষ এখন সেখানে কাজ পাচ্ছে না। তাই দেশটি যোদ্ধা ভাড়া দেওয়ার পথে হেঁটেছে – লিবিয়া, আজারবাইজান, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক – এবং এখন ইউক্রেইনের যুদ্ধক্ষেত্রে।
সিরিয়ার ‘ভাড়াটে যোদ্ধা বাণিজ্য’ নিয়ে গবেষণাকারী সংস্থা সিরিয়ান ফর ট্রুথ অ্যান্ড জাস্টিসের প্রধান আলআহমাদ বাসাম বলেন, “সাধারণভাবে বলতে গেলে, অর্থই আসল প্রণোদনা।”
তিনি জানান, রাশিয়ার প্রতি কৃতজ্ঞতাবোধ থেকে এবং আসাদ সরকারের প্রতি সমর্থনের কারণে কিছু সিরীয় যুদ্ধের জন্য নাম লেখাচ্ছে। তবে মূল কারণ হল তাদের অর্থ দরকার। তারা নিয়োগকর্তার এই প্রতিশ্রুতি বিশ্বাস করছে যে তাদেরকে অসামরিক কাজ দেওয়া হবে, যেমন ঘাঁটি বা তেলক্ষেত্র পাহাড়া দেওয়া।আলআহমাদ বলেন, “কেউ কেউ আছেন, যারা লড়তে আগ্রহী, কিন্তু আরেকটি দল আছে যাদের অভাবের সুযোগ নেওয়া হচ্ছে। ফলাফল একই, জনগণকেই মূল্য চুকাতে হচ্ছে। জনগণ এমন যুদ্ধে যোগ দিচ্ছে যেটা তাদের লড়াই না।”
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বুধবার দাবি করেছেন, ওয়াগনার গ্রুপ নামের একটি রুশ সামরিক ঠিকাদার কোম্পানির এক হাজার ভাড়াটে যোদ্ধা এরইমধ্যে ইউক্রেইনের পূর্বাঞ্চলে দনবাসে পৌঁছেছে। যেখানে রাশিয়া ইউক্রেইনের বিচ্ছিন্নবাদীদের জন্য দুটি ছিটমহল বানিয়েছে, এবং সেখানে তারা সিরীয়দেরও যুক্ত করছে।
নিউ ইয়র্ক টাইমস লিখেছে, সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধে বৃহৎশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া ছাড়াও তুরস্ক ও ইরানের মত আঞ্চলিক শক্তিগুলোও জড়িয়ে পড়েছিল। এরা সবাই সিরিয়ার বিভিন্ন সামরিক গোষ্ঠীর সঙ্গে কাজ করছে নিজ নিজ স্বার্থ উদ্ধারের জন্য। এই পারস্পরিক অংশীদারিত্বের কিছু কিছু অংশ এখন ভাড়াটে যোদ্ধা সরবরাহকারীতে পরিণত হয়েছে।
আলআহমাদের দাবি অনুযায়ী, লিবিয়ায় নিজেদের পক্ষের শক্তি বাড়াতে রাশিয়া ও তুরস্ক সেখানে ১০ হাজার সিরীয় যোদ্ধা নিযুক্ত করে, এবং তুরস্ক আরও ২ হাজার যোদ্ধাকে আজারবাইজানে পাঠিয়েছিল গত বছর বিতর্কিত নগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়ার সঙ্গে লড়াইয়ের সময়।
তিনি বলেছেন, এমনকি সুদূর ভেনেজুয়েলাতেও সিরীয় যোদ্ধাদের ছোট একটি দল পাঠিয়েছে রাশিয়া, কারণ যেখানকার তেল খাতের সঙ্গে মস্কোর স্বার্থ জড়িত। ইউক্রেইনে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যে থাকা ভেনেজুয়েলার সঙ্গে এখন সম্পর্ক কিছুটা স্বাভাবিক করার চেষ্টায় আছে ওয়াশিংটন।
নিউ ইয়র্ক টাইমস লিখেছে, জেনিভা সনদ অনুযায়ী ভাড়াটে যোদ্ধা ব্যবহার করা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত নয়, তবে জাতিসংঘের আরেকটি চুক্তিতে এদের ব্যবহারকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। ইউক্রেইন ওই চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হলেও রাশিয়া নয়।
ভাড়াটে যোদ্ধা ব্যবহারের ওপর জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের সভাপতি সোরসা ম্যাকলিওড বলেন, “আমরা যা পর্যবেক্ষণ করছি, সেটা হল শিকারী নিয়োগ দেওয়ার মত অবস্থা। তারা এসব মানুষের আর্থসামাজিক অবস্থার সুযোগ নিচ্ছে।”
নিউ ইয়র্ক টাইমস লিখেছে, ইউক্রেইনের চলমান যুদ্ধ বিপুল সংখ্যক সিরীয়কে আকৃষ্ট করতে পারে। তবে সিরিয়ার ভাড়াটে যোদ্ধাদের কোথায় মোতায়েন করা হবে বা কী কাজ দেওয়া হবে তা অতি গোপনীয়তার কারণে স্পষ্ট হয়নি। পশ্চিমা কর্মকর্তা ও বিশেষজ্ঞরা এই বিষয়টিতে নজর রাখছেন।
আলআহমাদের দাবি অনুযায়ী, ইউক্রেইনের যুদ্ধ ভাড়াটে যোদ্ধাদের আগ্রহী করে তুলেছে এবং নিয়োগকারীরা সিরিয়াজুড়ে নিবন্ধন অভিযান চালাচ্ছে। তারা যোদ্ধাদের নাম সংগ্রহ করছে এবং সিরিয়ার দক্ষিণে এক নিয়োগকারী যোদ্ধাদের নিয়োগও শুরু করেছে।
পরিচয় গোপন রাখার শর্তে ওই নিয়োগকারী নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, নিয়োগকারীরা প্রায় ক্ষেত্রেই নাম নিবন্ধনের জন্য অর্থ নেয় এবং প্রতারণা এখানে অতি সাধারণ বিষয়।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, দক্ষিণ সিরিয়ার ওই নিয়োগকারীর শুরুটা হয়েছিলো এক জালিয়াতের খপ্পরে পড়েই। যে তাকে লিবিয়ায় কাজ দেওয়ার লোভ দেখিয়ে সব অর্থ লোপাট করে চম্পট দিয়েছিল। তার আগে তাকে সিরিয়ার উত্তরপশ্চিমে লাতাকিয়া শহরের কাছে ফেলে যাওয়া হয়, যেখান থেকে তার বাড়ি ফেরার উপায় ছিল না।
তিনি জানান, লিবিয়ার জন্য তিনি একাধিক গোষ্ঠীতে নাম লিখিয়েছেন, এবং সম্প্রতি জানতে পেরেছেন ইউক্রেইনে লড়াই করার জন্য রুশরা ১৬ হাজারের মতো সিরীয় যোদ্ধা নিতে পারে।
তার ভাষ্যে, আবেদনকারীদের বয়স অবশ্যই ২০ থেকে ৪৫ বছরের মধ্যে এবং ওজন ৫৫ থেকে ১০০ কেজির মধ্যে হতে হবে। যাদের সামরিক কাজের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সব নিয়োগই সিরিয়ার নিরাপত্তা বিভাগের যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।
ওই নিয়োগকারী জানান, প্রতিটি আবেদনের জন্য তিনি ও তার অংশীদার ৭ ডলারের মত ফি নেন এবং যতজন নিয়োগ পান, তাদের প্রত্যেকের জন্য মাথাপিছু প্রায় ২৫ ডলার করে পান তারা।
যুক্তরাষ্ট্রের অবরোধ ও যুদ্ধের কারণে সিরিয়ার বিপর্যস্ত অর্থনীতিতে কর্মসংস্থানের অভাব ও মুদ্রার অবমূল্যায়ন ইউক্রেইনের প্রতি তাদের আগ্রহ বাড়িয়েছে। কারণ প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, ইউক্রেইনে গেলে মাসে এক থেকে দুই হাজার ডলার আয় করা যাবে।
অন্য অনেক নিয়োগকারী দেনাপাওনা ও বিপদ নিয়ে রাখঢাক করলেও তিনি বিপদ সম্পর্কে আগ্রহীদের স্পষ্ট বুঝিয়ে দেন। তিনি বলেন, “অনেকে আছে, যারা আগ্রহীদের কাছে বিষয়গুলো বাড়িয়ে বলে, যেন তাদেরকে বেহেশতে পাঠানো হচ্ছে। আপনি তো বেহেশতে যাচ্ছেন না।”
সিরিয়া সরকারের এক মিত্রের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, রাশিয়ায় যে ৩০০ সেনা পৌঁছেছে, তারা সিরিয়ার সামরিক বাহিনীর ২৫তম ডিভিশনের সদস্য, ওই ডিভিশন টাইগার ফোর্স নামে পরিচিত। বিশেষ বাহিনী হিসেবে বিবেচিত এই ইউনিট রুশ কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করেছে আগে।
রাশিয়া তাদের মাসে ১ হাজার ২০০ ডলার করে দেওয়ার প্রস্তাব দিয়েছে। ফেরার সময় তাদের আরও ৩ হাজার ডলার বোনাস দেওয়া হবে বলেও জানিয়েছেন ওই ব্যক্তি।
তিনি আরও জানান, যুদ্ধে কারো মৃত্যু হলে তার পরিবারকে এক বছরের জন্য প্রতি মাসে ৬০০ ডলার করে মাসোহারা এবং এককালীন ২ হাজার ৮০০ ডলার দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই সেনারা সিরিয়াতে মাসে ১০০ ডলারের মত আয় করেন। আর যারা বিশেষ বাহিনীর সদস্য নন, তাদের আয় মাসে ৫০ ডলারেরও কম।
সিরিয়া ও পাশের দেশগুলোর যোদ্ধাদের নিয়ে গড়া একটি আধাসামরিক বাহিনীর একজন অধিনায়ক নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, তার বাহিনী থেকে ৮৫ জন যোদ্ধার একটি দলকে রাশিয়ায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে লেবানিজ, ইরাকি ও সিরীয় রয়েছেন, এবং আরও অনেকেই যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
ওই অধিনায়ক বলেন, “আমাদের যখন দরকার ছিল রুশরা আমাদের সাহায্য করেছে, এখন আমাদের প্রতিদান দেওয়ার পালা।”
লিবিয়ার যুদ্ধক্ষেত্র ফেরা এক সিরীয় যোদ্ধা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, তিনি শুধু অর্থের কারণে লিবিয়ায় লড়তে গিয়েছিলেন, তবে আর কখনো এ কাজ করতে চান না।
তিনি জানান, লিবিয়ায় পৌঁছানোর পর একটি তেলক্ষেত্র ও অন্যান্য স্থাপনা পাহারার দায়িত্ব পালন করেন তিনি। তার তিন মাসের চুক্তি বাড়িয়ে যখন ছয় মাস করা হল, বেতন মাসে ১ হাজার ডলার থেকে কমিয়ে ৮০০ ডলারে নামিয়ে দেওয়া হয়। তার খাবার, বাসস্থান চুক্তির ভেতরে থাকলেও তাকে অন্য যোদ্ধাদের সঙ্গে একটি তাঁবুতেই থাকতে হয়েছে এবং তারা মূলত ভাত ও রুটি খেতেন; পানি খেতে হত কিনে।
সেই যোদ্ধা বলেছেন, বাড়ি ফিরতে পেরে তিনি খুশি এবং ওই আয় থেকে তিনি দেনা শোধ করে এখন সিগারেট বিক্রির দোকান দিয়েছেন। তবে তার এই কাজ সামাজিকভাবে খুব ভালো চোখে দেখা হয় না। বিয়ের সময় এটা সমস্যা তৈরি করতে পারে বলেও তার আশঙ্কা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640