ওলি ইসলাম কুষ্টিয়া ॥ কুষ্টিয়া দৌলতপুরে মজিব শতবর্ষ ও সুবর্ণজয়ন্তি উপলক্ষে হোসেনাবাদ ফুটবল একাডেমির আয়োজনে জাতীয় মহিলা ফুটবলারদের অংশ গ্রহণে হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোতাছিম বিল্লাহ্’র সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যান সমিতি পুনাক কুষ্টিয়ার সভানেত্রী দিলরুবা আলম , দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জাবীদ হাসান, সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল হাসেম মোল্লা। উক্ত খেলায় অংশ গ্রহণ করেন ঢাকা ফুটবল একাদশ ও রাজশাহী ফুটবল একাদশ। রাজশাহী ফুটবল একাদশ কে দুই এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয় ঢাকা ফুটবল একাদশ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, আমাদের দেশের মেয়েরা শুধু খেলা ধুলাতে নই সকল কিছুতে এগিয়ে গেছে। আজ হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে যে খেলার আয়োজন করা হয়েছে, আয়োজকদের সকলকে তিনি ধন্যবাদ জানান। তিনি আরও বলেন আমাদের নারীরা যে ক্রীড়া অঙ্গনে এগিয়ে যাচ্ছে তার পিছনে কারন আমাদের প্রধানমন্ত্রী নিজেই স্টেডিয়ামে এসে খেলা দেখেন। য খেলোয়াড়দের মাঝে ব্যাপক উৎসহ- উদ্দীপনা যোগায়। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি।
Leave a Reply