বিএনপি নির্বাচিত সরকার উৎখাত করে নিজেদের ক্ষমতার গ্যারান্টি চাই
আমলা প্রতিনিধি ॥ চালের বাজারের অস্থিরতা সৃষ্টিকারী অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙ্গার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাসদ সভাপতি ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টায় মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। ইনু বলেন, “চালের বাজার সিন্ডিকেটের অসাধু ব্যবসায়ীদের কারণে চালের দাম বাড়ছে। ধান উৎপাদনে ঘাটতি না থাকলেও এই সব অসাধু ব্যবসায়ীর কারণে দাম বৃদ্ধি পেয়েছে। কুষ্টিয়ার আইলচারার এসব ধানের ব্যবসায়ীদের পিঠের চামড়া তুলে ফেলা উচিৎ। চালের দাম রাতারাতি ১০ টাকা বাড়ে কিভাবে ? নিত্যপ্রয়োজনীয় সব জিনিষের দাম বাড়লো। এসব ব্যবসায়ীদের কারসাজি।” তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, সুশাসনের চাবুক দিয়ে অসাধু ব্যবসায়ীদের পিঠে মারতে হবে। যে ভাবে কঠোর ভাবে দেশ থেকে জঙ্গি দমন হয়েছে সে ভাবে এদের দমন করতে হবে।” আওয়ামী লীগের কিছু নেতাদের উদ্যেশ্যে হাসানুল হক ইনু বলেন, “শেখ হাসিনার উন্নয়নের ট্রেন দ্রুত চলছে। সেই ট্রেনে কিছু ফসল কাটা ইঁদুর ঢুকে গেছে। তারা বিদেশের মাটিতে ঘরবাড়ী করেছে। ফসল কাটা ইঁদুরের জন্য সরকারের বদনাম হচ্ছে।”
ইনু আরো বলেন, বিএনপি আন্দোলনের নামে নির্বাচিত সাংবিধানিক সরকার উৎখাত করে নিজেদের ক্ষমতার গ্যারান্টি চায়। আর বিএনপির ক্ষমতায়ন মানে তালেবানের কাছে, সাম্প্রদায়িক শক্তির কাছে দেশকে ইজারা দেওয়া। তিনি বলেন আজকে দেশবাসির উচিৎ বিএনপির ভোটের আগে ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি চাওয়ার চক্রান্তের মেকাবিলা করা। জাসদ সভাপতি ইনু আরো বলেন, বিএনপি অভিযোগ করছে উন্নয়েনর নামে নাকি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। তাহলেও পদ্মা সেতু, কর্নফুলি নদীর সুড়ঙ্গ পথ, মেট্রোরেল বা ১৩শ’ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র হলো কি করে। তিনি বলেন বাজারে পাযাপ্ত মজুদ থাকার পরও দ্রব্যমুল্যের উর্ধ্বগতি। তাই, জঙ্গী দমনের মতোই বাজার সিন্ডিকেটকেও দমন এবং ধ্বংস করতে হবে। বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাজিয়া পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, জেলা জাসদের সভাপতি গোলাম মহাসিন, সাধারন সম্পাদক আব্দুল আলীম স্বপন, জাসদ কেন্দ্রীয় নেতা মহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলম, উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নমুলক কর্মকান্ড উদ্ভোধন করেন।
Leave a Reply