কাগজ প্রতিবেদক ॥ প্রায় সাত বছর ধরে কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশনে যাত্রীদের বিনামূল্যে বিশুদ্ধ ও ঠান্ডা পানি পান করিয়ে আসছেন হামিদুর রহমান শিপন। স্টেশনে ট্রেন এসে থামলেই পানির পাত্র নিয়ে ‘পানি খান, তৃষ্ণা মিটান, পয়সা লাগবে না’বলে ছুটে যান তিনি। গতকাল সোমবার দুপুরে শিপনের ভিন্নধর্মী কার্যক্রমের উদ্বোধন করেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মাদ আলী, কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, হামিদুর রহমান শিপন পেশায় একজন হকার। স্টেশনসহ বিভিন্ন স্থানে তিনি রুমাল-গামছা বিক্রি করে আসছেন। তিনি কুমারখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্র্ডের মৃত জলিল শেখের ছেলে। ছোট বেলা থেকে পরোপকারী হামিদুর রহমান শিপন। মানুষের দুঃখ-কষ্টে ছুটে যান তিনি। ২০১৩ সালে রেলস্টেশন এলাকায় বিক্রেতা বিহীন ভিন্ন রকম দোকান দিয়ে সাড়া ফেলেন তিনি। এর পর ২০১৫ সাল থেকে কুমারখালী রেলস্টেশন এলাকায় বিনামূল্যে যাত্রীদের পানি পান করানোর উদ্যোগ নেন তিনি। এ বিষয়ে শিপন বলেন, মানুষের জন্য নিঃস্বার্থভাবে কিছু করতে পারলে মনে শান্তি আসে। চেষ্টা করছি মানুষ হিসেবে মানুষের উপকার করার। সামর্থ্য অনুযায়ী একটু পাশে দাঁড়ানোর। এ বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন, শিপনের যে কোনো ভালো উদ্যোগে উপজেলা প্রশাসন পাশে থাকবে।
Leave a Reply