আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলায় বীর মুক্তিযোদ্ধাদেরকে স্মৃতিচারন, আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার দিনব্যাপী উপজেলার আমলা পানি উন্নয়ন বোর্ডের সবুজ চত্বরের আ¤্রকাননে সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিনের সার্বিক তত্বাবধান ও দিকনির্দেশনায় এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একলিমুর রেজা সাবান জোয়ার্দ্দার, মালিহাদ ইউপি চেয়ারম্যান আকরাম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আফতাব উদ্দিন খান, নজরুল করিম, মোশারফ হোসেন, মকবুল হোসেন, আরজুবান মারফত, আফতাব উদ্দিন, আশকর আলী, আব্দুর রশিদ ফুরকান, এনামুল হক বিশ্বাস, লুৎফর রহমান, মইন উদ্দিন, রাহাত আলী, আফসার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্দুল্লাহ আল মতিন লোটাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীন জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মৃতিচারণ মহান স্বাধীনতার এই মাসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রতিবছরই এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেন।
Leave a Reply