তিন রুমের ফ্ল্যাটটির শোবার ঘরের খাটের উপর গৃহকর্ত্রী তানিয়া আক্তারের রক্তাক্ত মরদেহ। ঘরের আলমারির কাপড়চোপড় এলোমেলো। এসি খোলা অবস্থায় পড়ে রয়েছে বাথরুমে। রান্নাঘরের চুলার ওপর তরকারি। আর চুলা দুটি পুরোপুরি খোলা।
শনিবার সন্ধ্যায় ৯৯৯ এর মাধ্যমে এক নারীর হত্যার খবর পেয়ে রাজধানীর সবুজবাগ থানা এলাকার বেগুনবাড়ি মাস্টার গলির চারতলা ভবনের দোতলার ফ্ল্যাটে ঢুকে এমন দৃশ্য দেখতে পায় পুলিশ।
নিহত তানিয়ার তিন বছর বয়সী মেয়ে ও ১০ মাসের ছেলেকেও পাওয়া যায় গায়ে রক্তমাখা অবস্থায়।
তিন বছরের রক্তমাখা শিশুটিই দরজা খোলা পেয়ে পাশের বাড়িতে হত্যাকা-ের খবর দেয় জানিয়ে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদুল ইসলাম বলেন, এরপর প্রতিবেশীরা ৯৯৯ এ ফোন করেন।
ঘটনার এমন বর্ণনা দিয়ে তিনি বলেন, “ঘটনার কিছুক্ষণ পর তিন বছর বয়সী মেয়ে বাসা থেকে বের হয়ে পাশের ফ্ল্যাটে দরজায় নক করে। সেখান থেকে লোকজন বের হয়ে পুলিশে খবর দেয়। আর দশ মাস বয়সী ছেলে সন্তানের অবস্থা দেখে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।”
ওসি বলেন, “আমরা ধারণা করছি, ঘরের জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করার সময় বাধা দিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এসময় তার তিন বছর বয়সী মেয়ে শিশুকে এবং ১০ মাস বয়সী সন্তানকে স্কচটেপ দিয়ে মুখ পেঁচিয়ে রাখা হয়। হত্যাকারী পালিয়ে যাওয়ার সময় রান্নাঘরের গ্যাসের চুলার গ্যাস অন করে যায়, যাতে করে ঘরে আগুন লেগে যায়। নিহতের মোবাইল ফোনটিও নিয়ে যায়।”
এসি মেরামতের কথা বলে খুনীরা বাসায় ঢুকেছিলেন বলে ধারণা পুলিশের। তবে বাসা থেকে কী কী হারানো গিয়েছে এ বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত জানতে পারেনি তারা।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চার তলা ভবনের দোতলায় দুই সন্তান নিয়ে থাকতেন এ গৃহবধু। তার স্বামী মাইদুল ইসলাম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে টেকনিশিয়ান হিসেবে চাকরি করেন। তিনি সেখানেই থাকেন।
নিহতের স্বামীর সঙ্গে ফোনে কথা বলে তার বরাত দিয়ে ঘটনাস্থল থেকে সবুজবাগ থানার ওসি বলেন, “ঘটনার কিছুক্ষণ আগেও হোয়াটসঅ্যাপে তানিয়া তার স্বামীর সাথে কথা বলছিলেন। তিনি জানিয়েছিলেন বাসায় এসি ঠিক করার জন্য লোক এসেছে। এরপর তিনি দরজা খুলে দেন।
ছেলে শিশুটি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসারত অবস্থায় আছে বলে জানান পুলিশ কর্মকর্তা মোরাদুল।
তিনি বলেন, “নিহতের স্বামী ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন। তিনি না আসা পর্যন্ত বাসার ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না। তিনি এসে মরদেহ শনাক্ত করলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাব।”
ঘটনাস্থলে বাড়ির মালিকের ছেলে মাহিম আহমেদ জানান, গত দেড় বছর ধরে এ দম্পত্তি এ বাড়িতে ভাড়া থাকেন। তানিয়ার স্বামী মাইদুল প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করতেন। পাঁচ মাস আগে ফরিদপুরে বদলি হন। তখন থেকে তিনি সেখানে থাকেন।
Leave a Reply