খোকসা প্রতিনিধি ॥ খোকসা শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালিত হয়েছে গত শনিবার সকালে বিদ্যালয় চত্বরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান , ইউপি সদস্য আব্দুর রাজ্জাক , বিদ্যালয়ের সহকারী শিক্ষক বীরেন্দ্রনাথ বিশ্বাস, জিতেন্দ্র নাথ সরকার, কানিজ ফাতেমা ,শারমিন আক্তার ,ইসমাইল হোসেন ,ফরিদা ইয়াসমিন ,প্রশান্ত কুমার ভৌমিক ও মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি শিক্ষক শামসুল আলম । দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন আয়োজনে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পরিসমাপ্তি হয়। অন্যদিকে উপজেলার বিভিন্ন স্কুল কলেজেএবং উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়। এছাড়াও খোকসায় চাঁদ পাঠাগারের আয়োজনে আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। মাছপাড়া কলেজের প্রভাষক মোহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কবি তারেক হাসান, সুব্রত বিশ্বাস, শিহাব উদ্দিন, অনিক হোসেন, ফয়সাল রাসেল ও কবি নুর আলম সিদ্দিকী প্রমূখ ।
Leave a Reply