কৃত্রিমভাবে ছেঁড়া কোনো পোশাক পরে কলেজে যাওয়া যাবে না। শিক্ষার্থী ও কর্মীদের উদ্দেশ্য এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন কলকাতার আচার্য জগদীশচন্দ্র বসু কলেজ কর্তৃপক্ষ।
সম্প্রতি ভারতের কর্ণাটকে হিজাব পরে কলেজে প্রবেশ নিষেধ করায় বিতর্ক তৈরি হয়। এ নিয়ে মামলাও হয় আদালতে। যার রেশ ছড়িয়েছে দেশজুড়ে। এ বার পোশাকের ওপর নতুন বিধিনিষেধ নিয়ে বিতর্ক পশ্চিমবঙ্গেও।
এক শিক্ষার্থী জানান, অশালীন পোশাক নিষিদ্ধ করার যুক্তি মানা যেতে পারে, কিন্তু রিপ্ড জিন্স নিষিদ্ধ করার উদ্দেশ্যে এমন নির্দেশনা অযৌক্তিক। এই ধরনের নিয়ম তৈরি করে কলেজ কর্তৃপক্ষ ব্যক্তিগত পছন্দ-অপছন্দে হস্তক্ষেপ করছেন বলেও জানান তিনি।
উঠে আসছে পাল্টা যুক্তিও। এই ধরনের পোশাক কলেজে অপ্রীতিকর পরিবেশ তৈরি করে বলেও অনেকের মত।
কয়েক বছর আগে মুম্বইয়ের একটি কলেজ ক্যাম্পাসে ছেঁড়া জিন্স নিষিদ্ধ করার বিজ্ঞপ্তি জারি হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন নির্দেশিকার পিছনে সামাজিক কারণ রয়েছে দাবি করে বলেছিল, ওই ধরনের পোশাক দরিদ্রদের ব্যঙ্গ করে।
Leave a Reply