মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে তার যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো এর জবাব দেবে। বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাইডেন বলেন, রাশিয়া এটি ব্যবহার করলে আমরা প্রতিক্রিয়া জানাবো। প্রতিক্রিয়ার ধরণ নির্ভর করবে, তিনি (পুতিন) কী ধরণের অস্ত্র ব্যবহার করবেন তার উপর।
এসময় বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর সংগঠন গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাইডেন। তিনি বলেন, যদি ইন্দোনেশিয়া এবং অন্য দেশগুলো রাশিয়াকে জি-২০ থেকে অপসারণে একমত না হয়, তাহলে ইউক্রেনকে বৈঠকে অংশ নিতে দেওয়া উচিত।
এর আগে, বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে গত বুধবার রয়টার্স জানায়, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর কারণে জি-২০ থেকে রাশিয়াকে বের দিতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলো সম্ভাব্য পদক্ষেপের কথা চিন্তা করছে। সংস্থাটি থেকে রাশিয়াকে রিপ্লেস করতে পোল্যান্ড মঙ্গলবার মার্কিন কর্মকর্তাদের পরামর্শ দিয়েছে। এর জবাবে ‘ইতিবাচক সাড়া’ পেয়েছে দেশটি।
Leave a Reply